কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মূল ফটক। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মূল ফটক। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের একটি হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২)। অপরদিকে খাদ্য নালিতে ছিদ্র থাকায় ব্যথা জনিত কারণে গত ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২)। বুধবার (১৫ জানুয়ারি) সকালে দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের পূর্ব প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তার ওয়ার্ডের সিটে রেখেই দুজনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই দুজন কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে ডাক্তার এসে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

অভিযোগ রয়েছে, ‘নর কিউ’ নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ভুল করে ওয়ার্ডের সিটেই পুশ করেন নার্স। এতেই ঘটে বিপত্তি। মৃত্যু হয় দুজন তরতাজা যুবকের।

তাদের মৃত্যুর খবরে আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে হাসপাতালের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভও করেন। উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের গেট ভেঙ্গে ফেলেন। তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত মনিরুজ্জামান মল্লিকের স্ত্রী মনিরা আক্তার বলেন, আমার স্বামীকে নিয়ে গত ৭ জানুয়ারি হার্নিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করাই। আজকে অপারেশন করার কথা। আমি সকাল ৭টায় বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে আমার স্বামীর খোঁজ নিয়েছি। তখনও তাকে ইনজেকশন দেওয়া হয়নি। ডাক্তার বলেছিল সকাল সাড়ে ৮টায় অপারেশন করবে। সেই অনুযায়ী বাড়ি থেকে গিয়ে দেখি আমার স্বামী মারা গেছে। যেই ইনজেকশন অপারেশন থিয়েটারে নিয়ে দেওয়ার কথা সেখানের পরিবর্তে বেডের মধ্যে ভুল ইনজেকশন দিয়েছে। তারপর আমার স্বামী যখন ব্যথায় কাতরাচ্ছিল তখন ওই নার্সকে বারবার বলা হলেও তিনি এসে দেখেননি। কোনো ডাক্তারও যাননি। তারা ভুল ইনজেকশন দিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছে। হাসপাতাল থেকেই সব ইনজেকশন ও ওষুধ দিয়েছে। আমার স্বামীর এই হত্যাকাণ্ডের বিচার চাই।

নিহত জহুরুল ইসলামের বড় ভাই মাসুক মিয়া বলেন, আমার ভাইকে পেটে ব্যথা নিয়ে ভর্তি করেছিলাম। বুধবার (১৫ জানুয়ারি) সকালে অপারেশন করার কথা ছিল। এর আগেই ভুল ইনজেকশন দিয়েছে নার্স নাদিরা। ইনজেকশন দেওয়ার আধা ঘণ্টার ভেতরে আমার ভাই মারা যায়। আমি এই হত্যার বিচার চাই।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল ইনজেকশনে দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে কী ঘটেছিল। তাছাড়া ওই নার্সের যেন সরকারের সব সুযোগ-সুবিধা বন্ধ রাখা হয় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠির মাধ্যমে জানানো হবে। একইসঙ্গে চাকরিবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল

ঝিনাইদহে রেললাইন বাস্তবায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামিন পেলেন হিরো আলম 

নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি

পুলিশের মনোভাব আগের চেয়ে বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কারখানায় অক্সিজেন সংকটে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

রাসেলকে ছেড়ে দিল কলকাতা

মাঝে মাঝেই পা ফুলছে, কখন বুঝবেন শরীর বিপদের সংকেত দিচ্ছে?

স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

জাদেজার ঘূর্ণিতে ভারতের নিয়ন্ত্রণে কলকাতা টেস্ট

১০

জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন কৃতিত্বের সনদপত্র

১১

ফ্যাসিস্ট আমলে বিসিকে যারা প্লট নিয়েছে তা বাতিল করা হবে : শিল্প উপদেষ্টা

১২

নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

১৩

মর্গ থেকে অলৌকিকভাবে জীবিত ফিরে এলো কিশোরী

১৪

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৭৬ মামলা

১৫

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি

১৬

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৭

নির্বাচনের সময় দেশজুড়ে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

১৮

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

১৯

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন / তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০
X