দুপচাঁচিয়ায় নাশকতার প্রস্তুতি পরিকল্পনাকালে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলা জমায়াতের আমির মুনছুর আলী, নায়েবে আমির মাও. ওমর আলী, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির ফাছিহুল ইসলাম, জামায়াত কর্মী শেখ ফরিদ উদ্দিন ও শিবির কর্মী আবু মুসা।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের একটি স’মিলে দেশীয় অস্ত্র হেফাজতে রেখে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি ককটেল, ৫ ব্যাগ পাথর ও লাঠি-সোটা উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন