বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মেডিকেল ভর্তিতে গত বছরের তুলনায় এবার প্রার্থী দ্বিগুণ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ছবি : কালবেলা

আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) কেন্দ্রে ৭ হাজারের ওপর পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে গত বছরের তুলনায় প্রায় এবার দ্বিগুণ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাড়া অন্য আরও তিনটি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্র জানায়, বগুড়ায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৪ জন। এর মধ্যে শহরের ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কেন্দ্রের ভেন্যুতে ১ হাজার ৭৫৬, বগুড়া নাসিং কলেজ ভেন্যুতে ৩৫৪ জন, বগুড়ার নিশিন্দারা বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৮৫১ জন এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

জানা গেছে, এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন বেশি হয়েছে। গত ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। শেষ হয় ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজবে বিশ্বাস না করে প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি জানান, গতবার বগুড়ায় এমবিবিএস পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৩শর কিছু বেশি। কিন্তু এবার পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ২৪ জন। প্রায় দ্বিগুণের কাছাকাছি। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, সকাল আটটায় পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে এবং সাড়ে ৯টায় বন্ধ করে দেওয়া হবে। সব পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X