সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুগ্রুপের অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজারে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান সংঘর্ষের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে বউ বাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ জন আহত হন। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা। এর জেরে মঙ্গলবার সকাল থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে উভয়পক্ষের লোকজন জড়ো হতে থাকে।

আরও জানা যায়, এ সময় দুপক্ষের লোকজন ইট-পাথর নিক্ষেপ করে। মুহূর্তেই সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয় পাশে শত শত পর্যটক ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষ থামাতে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, শালিস ব্যক্তিরা, সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির জানাজা-দাফন সুশৃঙ্খলভাবে শেষ হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

আবুধাবিতে দেখা গেল রজবের চাঁদ, রমজানের কাউন্টডাউন শুরু

২১ ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস, মন ভালো তো সব ভালো

বিইউবিটিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’

মায়ের চেয়ে শিশু ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

একদিনেই তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিতা গ্রেপ্তার

গাজায় সেনা পাঠালে যে সমস্যায় পড়বে পাকিস্তান

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলায় বসুন্ধরা গ্রুপের নিন্দা 

১০

রেলে কোন রুটে কত বাড়ল টিকিটের দাম?

১১

ঘোষিত তপশিলে যে ৩ পরিবর্তন আনল ইসি

১২

এবার ছয় রুটে বাড়ল ট্রেনের ভাড়া

১৩

তিন বাহিনীর প্রধানরা ইসিতে যাচ্ছেন রোববার

১৪

বকেয়া বেতনের দাবিতে ককপিটে পাইলটের কাণ্ড

১৫

২ হলের নাম পরিবর্তনের দাবিতে ডাকসুর ঘেরাও কর্মসূচি

১৬

রিমান্ড শেষে কারাগারে আনিস আলমগীর

১৭

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

১৮

ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একাই হেঁটে যাবেন রাশেদ প্রধান

১৯

গরম ভাত-তরকারিতে লেবু দিয়ে উপকার কমাচ্ছেন নাতো

২০
X