সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশত

মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুগ্রুপের অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজারে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান সংঘর্ষের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে বউ বাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ জন আহত হন। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা। এর জেরে মঙ্গলবার সকাল থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে উভয়পক্ষের লোকজন জড়ো হতে থাকে।

আরও জানা যায়, এ সময় দুপক্ষের লোকজন ইট-পাথর নিক্ষেপ করে। মুহূর্তেই সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তার উভয় পাশে শত শত পর্যটক ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। বিকেল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষ থামাতে আহত হন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, শালিস ব্যক্তিরা, সাংবাদিকসহ উভয়পক্ষের বেশ কয়েকজন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

ভারতে ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে: মাওলানা ইউসুফী

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন রোনালদো

১০

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান

১২

চাকরি দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

১৩

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

১৪

হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের 

১৫

কুমিল্লা মিডিয়া ফোরামের নেতৃত্বে মামুন-আতিক

১৬

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম 

১৭

অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয়েছে : অপু বিশ্বাস

১৮

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

১৯

জবির দুই শিক্ষককে মারধর / তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

২০
X