রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাত দিয়ে স্কুলে যাওয়া সবুজ দাঁড়াতে চায় নিজের পায়ে

শারীরিক প্রতিবন্ধী সবুজ কুমার মাহাতো। ছবি : কালবেলা
শারীরিক প্রতিবন্ধী সবুজ কুমার মাহাতো। ছবি : কালবেলা

নিজের পায়ে দাঁড়াতে চান ‘হাত দিয়ে হাঁটা’ সবুজ। জন্ম থেকেই প্রতিবন্ধী। নেই একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য। তবে আছে প্রবল ইচ্ছাশক্তি ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছা। পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায় সবুজ কুমার মাহাতো।

সিরাজগঞ্জের রায়গঞ্জে উটরা হাজীপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সবুজ কুমার মাহাতো। প্রতিবন্ধী অবস্থায় জন্ম নিলেও ছোটবেলা থেকেই তার স্বপ্ন, লেখাপড়া শেষ করে একদিন নিজের পায়ে দাঁড়াবে। স্বাভাবিক মানুষের মতো পা না থাকায় পায়ের চাপটা নিতে হয়েছে কোমল হাতে। গোটা শরীরের ভর তার হাতের তালুতে। তবুও থেমে নেই তার পথচলা।

রায়গঞ্জ উপজেলার নিমগাছীর সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজীপুর গ্রামের সুবল চন্দ্র মাহাতোর ছেলে সবুজ কুমার মাহাতোর। ক্ষিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে সে।

জানা যায়, বাড়ি থেকে কোমরে ভর করে হাতে হেঁটে রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে শিক্ষাপ্রতিষ্ঠানে যায় সবুজ। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নপূরণে প্রেরণা জোগায় সহপাঠী ও শিক্ষকরা। ছোটবেলা থেকে প্রতিদিনের কাজকর্ম আর পড়ালেখায় বাবা-মা তার সহযোগী। তবুও সব বাধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সবুজ।

ক্ষিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম কালবেলাকে বলেন, সে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র। ৪র্থ শ্রেণির ৩০ জন্য শিক্ষার্থীর মধ্যে সবুজের রোল নম্বর ২। স্কুল থেকে সব সুবিধা দেওয়া হয়।

সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য কাজী উদ্দিন কাজি বলেন, আমার বাড়ির পাশে‌ই সবুজের বাড়ি জন্ম থেকেই প্রতিবন্ধী, মেধাবী ছাত্র সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তার লেখা পড়া ও চলাচলের জন্য হুইল চেয়ারসহ অর্থনীতি সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবুজ জানান, আমার মতো প্রতিবন্ধীদের অনেক অবহেলার শিকার হতে হয়। আমি চাই প্রতিবন্ধীদের যেন কেউ অবহেলা না করে। অতি দরিদ্র শারীরিক প্রতিবন্ধীর শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির কালবেলাকে বলেন, সবুজ কুমার মাহাতোর লেখাপড়া যেন চালিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা করা হবে। তবে সবুজের পাশে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১০

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১১

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১২

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৩

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৫

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৬

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৭

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৮

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৯

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

২০
X