বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

আদালতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ।
আদালতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে একটি মামলায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ আগস্ট) দুপুরে একটি মামলায় তাকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে চাঁদকে ওই আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল।

একই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকেও বুধবার আদালতে হাজির করা হয়। এ সময় রাজপাড়া থানা-পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় পুরোনো একটি মামলায় পুলিশ আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার শফিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। এ কারণে বুধবার শফিকুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যের জেরে সারাদেশে অনেক মামলা হয়েছে। সেই মামলায় চাঁদকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে। তবে বুধবারের মামলাটি সিটি করপোরেশন নির্বাচনের আগে করা। মামলায় অভিযোগ আনা হয়েছে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ও শফিকুল হক সিটি নির্বাচন বানচালে নাশকতার পরিকল্পনা করছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর ইসলাম বলেন, ২২ মে নগরের রাজপাড়া থানায় নাশকতা মামলায় ১৬ আগস্ট দুজনকে আদালতে তোলা হয়েছিল। সেখানে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে পুঠিয়া থানায় প্রথম মামলাটি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। এরপর রাজশাহীসহ সারাদেশে একই অভিযোগে ২২টি মামলা হয়। এসব মামলায় একাধিকবার তাকে রিমান্ডে নেয় পুলিশ। তবে এবার পুরোনো একটি নাশকতা মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১০

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১১

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১২

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৩

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৪

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৫

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৬

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৭

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৮

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৯

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন তামিম

২০
X