রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

আদালতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ।
আদালতে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে একটি মামলায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ আগস্ট) দুপুরে একটি মামলায় তাকে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরিফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে চাঁদকে ওই আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল।

একই মামলায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকেও বুধবার আদালতে হাজির করা হয়। এ সময় রাজপাড়া থানা-পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, রাজপাড়া থানায় পুরোনো একটি মামলায় পুলিশ আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার শফিকুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। এ কারণে বুধবার শফিকুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে এই মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী আরও বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্যের জেরে সারাদেশে অনেক মামলা হয়েছে। সেই মামলায় চাঁদকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে। তবে বুধবারের মামলাটি সিটি করপোরেশন নির্বাচনের আগে করা। মামলায় অভিযোগ আনা হয়েছে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ও শফিকুল হক সিটি নির্বাচন বানচালে নাশকতার পরিকল্পনা করছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর ইসলাম বলেন, ২২ মে নগরের রাজপাড়া থানায় নাশকতা মামলায় ১৬ আগস্ট দুজনকে আদালতে তোলা হয়েছিল। সেখানে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে পুঠিয়া থানায় প্রথম মামলাটি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। এরপর রাজশাহীসহ সারাদেশে একই অভিযোগে ২২টি মামলা হয়। এসব মামলায় একাধিকবার তাকে রিমান্ডে নেয় পুলিশ। তবে এবার পুরোনো একটি নাশকতা মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

১০

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১১

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৪

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৫

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৬

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

১৭

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

১৮

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৯

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

২০
X