বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ইউনিয়ন অফিস ভাঙচুর

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

নেত্রকোনার বারহাট্টায় রাতের আঁধারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করা হয়।

উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস নয়ন জানান, দীর্ঘদিন ধরে চিরাম ইউনিয়নে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য নৈহাটি বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এছাড়া নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাতে আনুমানিক ৯টায় কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনা বিএনপির জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বুধবার বিকেলে নৈহাটি বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল জানান, চিরাম ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে নৈহাটি বাজারে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও জানান, আমাদের দলের সিনিয়র নেতার সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রতি সহিংসতা বাড়ছে : এমএসএফ

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

এখন থেকে এক ঠিকানায় মিলবে সব নাগরিক সেবা 

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ

আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

সাকিবের বিরল রেকর্ডে ভাগ বসিয়ে মিরাজের ইতিহাস

প্লাস্টিকের গৃহসামগ্রী ব্যবহার, বছরে প্রাণহানি সাড়ে ৩ লাখ

মে দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী 

আধুনিক বিমানবাহিনী গড়ে তোলার লক্ষ্য সরকারের : প্রধান উপদেষ্টা

মিরাজ ঝড়ে চট্টগ্রামে জিম্বাবুয়ে বধ টাইগারদের  

১০

বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে : এ্যানি

১১

প্রাইজবন্ড ড্র, এবার পুরস্কার বিজয়ী যারা

১২

পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ট্রাম্প!

১৩

‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’

১৪

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে উদযাপন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম যৌথভাবে উদ্বোধন করল বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং

১৬

নোয়াখালীতে হত্যা মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

১৭

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের

১৮

চিন্ময় দাসের জামিন স্থগিত

১৯

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

২০
X