কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না’

রংপুরের কাউনিয়ায় পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
রংপুরের কাউনিয়ায় পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশে যতদিন না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ততদিন শান্তি আসবে না। মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না। তাই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু একটি দল ক্ষমতায় গিয়ে মনে করেছিল তারাই শুধু স্বাধীন-সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ না। বাংলাদেশকে কারা ভালোবাসে তা বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে নিজেই বলেছেন- ‘মানুষ পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায় আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে।

জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে ধরেছিলেন। পুলিশ পর পর কয়েকটি গুলি ছোড়ে তার বুকে। গত দেড় যুগের শাসনামলে আওয়ামী সরকার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্র গুম খুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। তারা আলেম-ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সময় এসেছে প্রতিটি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা।

জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির মো. আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্রশিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্রশিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল প্রমুখ। এছাড়াও জামায়াতের বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরাও এ পথসভায় বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটুকু

উৎসবের আয়োজন করে মানুষ, অতিথি হয়ে আসে বাদুড়

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

যেসব খাবারের সঙ্গে ডিম খাওয়া যায় না

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন ভালুকার বাচ্চু

১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফোনে স্ত্রীর নাম ‘মটু’ দিয়ে সেভ করায় ডিভোর্স

পরীক্ষার খাতা দেখে পাস করাতে টাকা দাবি করেছিলেন শিক্ষক

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে লালন স্মরণোৎসব ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল হাসিনা : প্রেস সচিব

১০

যুদ্ধোত্তর গাজা নিয়ে কায়রোয় হামাস-ফাতাহ বৈঠক

১১

রোহিঙ্গাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ 

১২

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৭৩৭

১৩

এবার কোক স্টুডিওতে তুহিনের গান

১৪

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিল অনুমোদন ইসরায়েলে, বাংলাদেশের নিন্দা 

১৫

দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা, নিহত ২

১৬

শিল্পকলায় আসছে নোবেলজয়ী নাট্যকারের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’

১৭

দেড় বছর ধরে অনুপস্থিত, নিয়মিত বেতন তুলছেন স্বাস্থ্যকর্মী

১৮

বিএনপি নেতা নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

যুদ্ধবিরতির পরও গাজায় ক্ষুধার কষ্ট কমেনি : ডব্লিউএইচও

২০
X