সিলেটে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা চলে। প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডে কেউ বহিষ্কার না হলেও অনুপস্থিত ছিলেন ৪০৭ জন শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
তিনি জানান, এ বছর ৮৬টি কেন্দ্রে ৩০৮টি কলেজের ৭৬ হাজার ৮২ জন শিক্ষার্থী বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যদিও মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। অনুপস্থিত ছিল ৪০৭ জন। যা শতাংশের হিসেবে ০ দশমিক ৫৩ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে ৫টিসহ গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি থাকবে।
মন্তব্য করুন