কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার দাপিয়ে বেড়ানো ১২ ছিনতাইকারী গ্রেপ্তার 

গ্রেপ্তার সবাই কক্সবাজারের পেশাদার ছিনতাইকারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার সবাই কক্সবাজারের পেশাদার ছিনতাইকারী। ছবি : কালবেলা

কক্সবাজার শহর দাপিয়ে বেড়ানো ১২ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেল গেটের চুইজাল রেস্টুরেন্ট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, জেলগেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্টের সামনে একদল ছিনতাইকারী পূর্বপরিকল্পিতভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা গতিরোধ করে অস্ত্রের মুখে এক ভুক্তভোগীর দুই লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ড এর রিং (যার মূল্য অনুমান ৫৫ হাজার টাকা), একটি মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয়। ঘটনার সঙ্গে সঙ্গে ভুক্তভোগী এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

অভিযানে পুলিশ তথ্যপ্রযুক্তি ও স্থানীয় লোকজনদের সহায়তায় কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে ওই ঘটনায় জড়িতসহ ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলো- কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মাসুদ হোসেনের ছেলে তানভীর হোসেন প্রকাশ পেটান, প্রকাশ আজাদুর রহমান (২২), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার মো. শফিকের ছেলে মো. ইসমাঈল (২০), পাহাড়তলী ইসুলের ঘোনার এলাকার মো. সরওয়ারের ছেলে ইমরান সরওয়ার ইমন (২১), টেকপাড়ার মো. ফরিদের ছেলে মো. ইরফান ফারদিন (২০), মহেশখালী উপজেলার কুতুবজোমের খোন্দকার পাড়া এলাকার মো. হোছনের ছেলে সিহাব প্রকাশ খোকন (২৯), কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৮), বৌদ্ধমন্দির এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের ছেলে সুমন কান্তি দাশ (২৫), কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. হান্নান (১৯), পিটিস্কুল এলাকার মো. সেলিমের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও মো. হানিফের ছেলে মো. শাহীন প্রকাশ বুলেট (২২), পৌরসভার বাহারছড়ার মৃত ইসমাঈল মাঝির ছেলে হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মোস্তফা কামালের ছেলে মিজবাউল হক মুন্না।

গ্রেপ্তার সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১০

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১১

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১২

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৩

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৪

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৫

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৬

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৭

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৮

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৯

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

২০
X