মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আমলে প্রশ্নফাঁস সংস্কৃতিতে পরিণত হয়েছিল : রিজভী

মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৭ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে শিক্ষাব্যবস্থাকে। শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নতি করে। মানুষের চরিত্রকে শক্তিশালী করে। কিন্তু শেখ হাসিনার আমলে প্রশ্নফাঁস যেন একটা সংস্কৃতি বা কালচারে পরিণত হয়েছিল। কারণ তিনি চাননি দেশের লোক উন্নত হোক, নৈতিকভাবে গড়ে উঠুক। যার ফল হয়েছে ভয়াবহ।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশে কোনো শিক্ষাব্যবস্থা ভালো ছিল না। যখন রাষ্ট্র এবং সমাজে নৈতিকতার ধস নামে, তখন সর্বত্র তা প্রসারিত হয়, পুরোটাই ছেয়ে যায়। আমরা সেটাই দেখেছি শেখ হাসিনার আমলে। শুধু বাবজান আর ভাইবোনের নাম ছাড়া যেন কোনো ইতিহাস নেই, শিক্ষা নেই। এভাবে জোর করে এক ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র কায়েম করেছিল।

রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ কামালের নামেতো ব্যাংক ডাকাতির অভিযোগ আছে। আপনি তো সে বিষয়ে জনগণের কাছে পরিষ্কার করেননি। আপনার পরিবারে মধ্যেতো সৎ মানুষ খুঁজে পাওয়া যায় না। ইংল্যান্ডে যে আপনার ভাগ্নি এমপি হয়েছে সেখানেও জবাবদিহিতা রয়েছে। আপনি তাকে এবং তার ছোট বোন রূপন্তিকেও আপনার ব্যবসায়ীদের দ্বারা ফ্ল্যাট কিনে দিয়েছেন। এটাই হচ্ছে আপনার বৈশিষ্ট্য। আপনার আমলে কোথায় পাঠাগার হবে, কোথায় গ্রন্থাগার হবে, কোথায় ভালো স্কুল হবে। আপনার আমলেতো শুধু মেগা প্রজেক্ট দেখিয়ে টাকা মারার ধান্দা ছিল। দেশের হাসপাতাল আর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। গোটা জাতিকে জ্ঞান শূন্য অন্ধকারে ফেলে দিয়েছেন।

বর্তমান সরকার প্রসঙ্গে রিজভী বলেন, সংস্কার করুন ভালো কথা। সবজি ছাড়া অন্য সবকিছুর দাম নাগালের বাইরে। শুধু চালের দাম নিয়ন্ত্রণ না করতে পারায় শেখ মুজিবের পতন হয়েছিল। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। পুলিশ প্রশাসনে বেশি সংস্কার প্রয়োজন। এখনো দেশে আওয়ামী লীগের পেতাত্মা ঘাপটি মেরে আছে। কাজেই সংস্কারে বিলম্ব হলে তারা মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১০

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১১

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১২

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৩

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৪

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৬

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৭

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৮

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৯

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X