মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আমলে প্রশ্নফাঁস সংস্কৃতিতে পরিণত হয়েছিল : রিজভী

মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে আলোচনা সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৭ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে শিক্ষাব্যবস্থাকে। শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নতি করে। মানুষের চরিত্রকে শক্তিশালী করে। কিন্তু শেখ হাসিনার আমলে প্রশ্নফাঁস যেন একটা সংস্কৃতি বা কালচারে পরিণত হয়েছিল। কারণ তিনি চাননি দেশের লোক উন্নত হোক, নৈতিকভাবে গড়ে উঠুক। যার ফল হয়েছে ভয়াবহ।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশে কোনো শিক্ষাব্যবস্থা ভালো ছিল না। যখন রাষ্ট্র এবং সমাজে নৈতিকতার ধস নামে, তখন সর্বত্র তা প্রসারিত হয়, পুরোটাই ছেয়ে যায়। আমরা সেটাই দেখেছি শেখ হাসিনার আমলে। শুধু বাবজান আর ভাইবোনের নাম ছাড়া যেন কোনো ইতিহাস নেই, শিক্ষা নেই। এভাবে জোর করে এক ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র কায়েম করেছিল।

রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ কামালের নামেতো ব্যাংক ডাকাতির অভিযোগ আছে। আপনি তো সে বিষয়ে জনগণের কাছে পরিষ্কার করেননি। আপনার পরিবারে মধ্যেতো সৎ মানুষ খুঁজে পাওয়া যায় না। ইংল্যান্ডে যে আপনার ভাগ্নি এমপি হয়েছে সেখানেও জবাবদিহিতা রয়েছে। আপনি তাকে এবং তার ছোট বোন রূপন্তিকেও আপনার ব্যবসায়ীদের দ্বারা ফ্ল্যাট কিনে দিয়েছেন। এটাই হচ্ছে আপনার বৈশিষ্ট্য। আপনার আমলে কোথায় পাঠাগার হবে, কোথায় গ্রন্থাগার হবে, কোথায় ভালো স্কুল হবে। আপনার আমলেতো শুধু মেগা প্রজেক্ট দেখিয়ে টাকা মারার ধান্দা ছিল। দেশের হাসপাতাল আর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। গোটা জাতিকে জ্ঞান শূন্য অন্ধকারে ফেলে দিয়েছেন।

বর্তমান সরকার প্রসঙ্গে রিজভী বলেন, সংস্কার করুন ভালো কথা। সবজি ছাড়া অন্য সবকিছুর দাম নাগালের বাইরে। শুধু চালের দাম নিয়ন্ত্রণ না করতে পারায় শেখ মুজিবের পতন হয়েছিল। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। পুলিশ প্রশাসনে বেশি সংস্কার প্রয়োজন। এখনো দেশে আওয়ামী লীগের পেতাত্মা ঘাপটি মেরে আছে। কাজেই সংস্কারে বিলম্ব হলে তারা মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীমের বিরুদ্ধে সিফাতের গুরুতর অভিযোগ

‘কিছু কালপ্রিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই’

পাকিস্তানে দূতাবাসের কর্মীদের জরুরি নির্দেশনা যুক্তরাষ্ট্রের

ইন্সপেক্টর-সুপারিনটেডেন্ট পদবি পুনর্বহালে কর্মকর্তাদের প্রোফাইল পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে প্রো-ভিসি

নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, দুই যুবককে কারাদণ্ড

রিমান্ড শেষে কারাগারে পলক

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগে মিলল পিস্তল ও বোমা

হজযাত্রীদের অধিকতর সেবা প্রদানে রোটারি ক্লাব অব মতিঝিলের হুইল চেয়ার সরবরাহ

কোথা থেকে ফোন পেয়ে ছাড়া হলো আবদুল হামিদকে, জানালেন হান্নান মাসউদ

১০

ঘুমিয়ে পড়েছিল আল নাসর! হারের পর রোনালদোর ক্ষোভ

১১

শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

১২

ভোলায় বেড়াতে এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক

১৩

আল জাজিরার বিশ্লেষণ / পারমাণবিক ও সামরিক সক্ষমতায় ভারত-পাকিস্তানের কে এগিয়ে?

১৪

রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

১৫

পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

১৬

ঢাকা মহানগর উত্তরের বিএনপি নেতা মিন্নতকে বহিষ্কার

১৭

অপারেশন সিঁদুরের প্রভাবে পাল্টে গেল আইপিএলের ভেন্যু

১৮

কোটা আন্দোলকারীদের ওপর হামলা / রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গ্রেপ্তার

১৯

বিইউপিতে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্ত কমিটি গঠন

২০
X