যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

‘জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে’

কৃষক সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা
কৃষক সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্টদের পতন হয়েছে। যে কোনো মূল্যে তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখব। জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। যার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন এবং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এ কৃষক সমাবেশ। সমাবেশে হৈবতপুর ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে শত শত কৃষক গরুর গাড়ি, ট্রাক্টরসহ নানা কৃষি সরঞ্জাম ও বিভিন্ন ধরনের ফসল নিয়ে হাজির হন। সমাবেশ শেষে কৃষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

নার্গিস বেগম বলেন, কৃষকের জন্য ভাবনা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাঠে মাঠে ঘুরে বেড়িয়ে কৃষকের সমস্যার কথা অনুভব করে তার যথার্থ সমাধান করেছিলেন। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। ফ্যাসিস্টদের দীর্ঘ সময়ে দেশে কৃষি ও কৃষকের কোনো উন্নয়ন হয়নি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন সেখানেও তিনি কৃষকের সমস্যা অনুভব করে তার যথার্থ সমাধানের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকের জন্য শস্যবিমা চালু করা হবে। বিনা সুদে কৃষিঋণের ব্যবস্থা করা হবে। সব ধরনের কৃষি উপকরণ সহজলভ্য করা হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ূব।

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, বিএনপি নেতা রবিউল ইসলাম, আব্দুস সালাম ও মাহবুবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১০

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১১

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১২

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৩

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

১৫

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

১৬

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

১৭

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

১৮

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

১৯

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

২০
X