কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

ল্যাব এইড জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত
ল্যাব এইড জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে সিজার শেষে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জানুয়ারি) পৌর শহরের একরামপুর এলাকায় দি ল্যাব এইড জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, চিকিৎসকের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই নারীর নাম আকলিমা আক্তার (৩২)। তিনি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া এলাকার সবজি ব্যবসায়ী আলম হাসানের স্ত্রী। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. তাবাসসুম ফেরদৌস। তিনি ওই হাসপাতালের গাইনি বন্ধ্যত্ব স্ত্রী রোগের চিকিৎসক ও সার্জন।

জানা যায়, বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় সন্তানপ্রসবের জন্য আকলিমা আক্তারকে দি ল্যাব এইড জেনারেল হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও আত্মীয়রা। এ সময় রোগীকে জরুরি সিজারের কথা বলেন হাসপাতালের চিকিৎসকরা। সিজারে নিয়ে যাওয়ার পর দুপুর ১টায় সেখানে সন্তানের জন্ম দেন আকলিমা আক্তার। কিন্তু রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজারের পর কোনোভাবে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। পেটে কাটা জায়গায় কোনোভাবেই সেলাই করা সম্ভব হচ্ছে না। দ্রুত আকলিমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। রোগীর আত্মীয়রা কিছু বুঝে ওঠার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে মারা যান আকলিমা।

নিহত আকলিমার স্বামী আলম হাসান বলেন, আমার এক আত্মীয়ের কথায় দি ল্যাব এইড হাসপাতালে স্ত্রীর সিজার করতে নিয়ে যায়। সেখানে গিয়ে ডাক্তার ও হাসপাতালের লোকজনের সঙ্গে কথা বলি। আমার স্ত্রীর এটি চতুর্থ সিজার ছিল। তারা বলেছে, সমস্যা নাই। ডাক্তার ও হাসপাতালের লোকজনকে বলেছি, তারপরও তারা কোনো গুরুত্ব দেয়নি। তারা পারবে না এই বিষয়টি আমাকে বলে নাই। তাদের অবহেলার কারণে আমার স্ত্রী রক্তক্ষরণে মারা গেছে। রক্তক্ষরণ শুরু হলে তারা আমাদের না জানিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে। পারে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়, সেখানে আমার স্ত্রী মারা যায়। আমি গরিব মানুষ সবজির ব্যবসা করি। এখন মনটা খারাপ তাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেব। আমি এর বিচার চাই।

এই ব্যাপারে হাসপাতালের পরিচালক হারুণ অর রশিদ বলেন, আকলিমা ভর্তি হওয়ার পর তার সকল ধরনের পরীক্ষা করানো হয়েছে। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সকল কাগজপত্র ঠিক আছে। ডাক্তারের কোনো সমস্যা নাই। এই ডাক্তার আরও অপারেশন করেছে। অপারেশন করলে এমনটা হওয়া স্বাভাবিক। আমরা চেষ্টা করেছি কিন্তু অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আকলিমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছি। সেখানে সে মারা যায়।

এদিকে তথ্য আসে চিকিৎসক ডা. তাবাসসুম ফেরদৌস নামের পাশে যে পদবি ব্যবহার করেছেন তার মধ্যে একটি তথ্য ভুয়া। একই সঙ্গে তার সিজার করার মতো সরকারের পক্ষ থেকে সেই ডিগ্রি তিনি অর্জন করেননি। হাসপাতালের চেম্বারে লেখা রয়েছে ডা. তাবাসসুম ফেরদৌস। তিনি এমবিবিএস ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাম), পিজিটি (গাইনি এন্ড অবস্), প্রাক্তন মেডিকেল অফিসার ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনারারি মেডিকেল অফিসার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।

অনারারি মেডিকেল অফিসার হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডা. তাবাসসুম ফেরদৌস কর্মরত আছেন কি না জানতে চাওয়া হলে হাসপাতালটির পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, ‘এই নামে কোনো চিকিৎসক তার এখানে কর্মরত নেই। প্রতারণা করে নাম ব্যবহার করেছেন। তিনি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিচারের জন্য জোর দাবি জানিয়েছেন। এটি বড় ধরনের প্রতারণা। বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।’

তবে তিনি মনে করেন ডা. তাবাসসুম ফেরদৌসের সিজার না করায় ভালো ছিল। তার সিজার করা ঠিক হয়নি, উচিত না। কারণ সেই অভিজ্ঞতা ও সরকারের পক্ষ থেকে তিনি অনুমোদনপ্রাপ্ত নন।

অভিযোগের বিষয়ে জানতে ডা. তাবাসসুম ফেরদৌসের ভিজিটিং কার্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, আমি অফিসের কাজে ঢাকা রয়েছি। বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আকলিমা আক্তার মারা যাওয়ার বিষয়টি জানার পর তার বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

১০

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

১১

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১২

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১৩

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১৪

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১৫

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১৬

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৭

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৮

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৯

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

২০
X