শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমায় বিদেশি মুসল্লিদের ভিড়

ইজতেমায় আগত বিদেশি মুসল্লিদের একাংশ। ছবি : কালবেলা
ইজতেমায় আগত বিদেশি মুসল্লিদের একাংশ। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ইজতেমায় অংশ নিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছেন বিদেশি মুসল্লিরা। ইজতেমার মূল ময়দানের পশ্চিম-উত্তর প্রান্তে তাদের জন্য নির্ধারিত বিদেশি কামরায় উঠেছেন তারা। ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, বিদেশি মুসল্লিদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, মূল ময়দানের পশ্চিম দিকে বয়ান মঞ্চের কাছে বিদেশিদের অবস্থানের জন্য কামরা করা হয়েছে। এসব কামরায় গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ ছাড়াও টেলিফোন সংযোগ রয়েছে। এসব কামরা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রয়েছে বাড়তি নজরদারি। এ ছাড়া ইজতেমার স্বেচ্ছাসেবকরা মূল গেটে পাহারায় রয়েছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ করে শুধু পাসধারী মুসল্লিরা এই এলাকায় প্রবেশের সুযোগ পাচ্ছেন।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার ১০টা পর্যন্ত ৭২টি দেশের দুই হাজার ১৫০ জন মুসল্লি এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। ভারত, পাকিস্তান, জর্ডান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, মিসরসহ বিভিন্ন দেশের আগত মুসল্লিদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তাদের ওজু, গোসল নির্বিঘ্ন করতে সরকারের সেবা প্রতিষ্ঠান ও ইজতেমার আয়োজক মুরুব্বিরা তৎপর রয়েছেন।

খাবার-দাবারের জন্য আরবি, উর্দু ও ইংলিশ এই তিনটি টেন্ডে তাদের ভাগ করা হয়েছে এবং তাদের দেশীয় জনপ্রিয় খাবার-দাবার পরিবেশন করা হচ্ছে। বিদেশি মুসল্লিরা বলছেন, ভাতৃপ্রতিম এ দেশের ধর্মীয় সংস্কৃতি ও আথিতিয়তায় মুগ্ধ তারা।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমা নিয়ে কোনো থ্রেট নেই। আমাদের মনে হচ্ছে না এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আমরা বিদেশি মেহমানদের দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি। ইজতেমার ভলান্টিয়ার যারা আছেন তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ইজতেমা নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে পুরো ময়দানকে আলোকিত করা হয়েছে। বিদেশি মেহমানদের তাঁবুর জন্য দেড় হাজার ঢেউটিনের ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল জুয়ায় আসক্ত ছেলে

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১০

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১১

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১২

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১৩

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৪

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৫

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৬

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৭

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৮

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৯

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

২০
X