লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মিমির ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তারেক রহমান

মিমি আক্তারের পাশে তারেক রহমানের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
মিমি আক্তারের পাশে তারেক রহমানের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

মেডিকেলে চান্স পেয়েও ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা মিমি আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) তারেক রহমানের প্রতিনিধি হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিমিকে বই, অ্যাপ্রনসহ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

জানা গেছে, মিমি আক্তারের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে। তার বাবা মো. আফসার উদ্দিন সরদার। মা শিউলি বেগম। তিন ভাই-বোনের মধ্যে মিমি বড়। মিমি স্থানীয় নবগঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। আর এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেধাতালিকায় ২ হাজার ১১৬তম হয়েছেন তিনি।

মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন মিমি ও তার পরিবার। এ নিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) দৈনিক কালবেলায় ‘মেডিকেলে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত মিমির’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি তারেক রহমানের দৃষ্টগোচর হয়। পরে তিনি মিমির পাশে দাঁড়ান।

এ বিষয়ে নড়াইল জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম বলেন, মিমির সাফল্যে আমরা গর্বিত। আজ আমরা তারেক রহমানের পক্ষ থেকে মিমির পাশে দাঁড়িয়েছি। মিমির শিক্ষাজীবন নিশ্চিত করার লক্ষ্যে যা যা করণীয়, তা ছাত্রদল ও যুবদল করবে।

মিমির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্লা বলেন, মিমি আমার কলেজের শিক্ষার্থী ছিল। তার এই সাফল্যে আমি গর্বিত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তার পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মিমি আক্তার বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে, যারা আমার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আমি কখনোই তাদের অবদান ভুলব না। আমার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করব। এই সহযোগিতা আমাকে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিল।

এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. টিপু সুলতান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ও ইন্টার্ন চিকিৎসক রায়হান রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রকি আহমেদ, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, সাজ্জাদ শিকদার, হিরণ মৃধা, সুজাত সরদার, লিমন গাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১০

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১১

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১২

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৩

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৪

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৫

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৬

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৭

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৮

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৯

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

২০
X