ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু পরিবেশ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। ন্যূনতম যে সংস্কার না হলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যাদের ভেতরে সততা, স্বচ্ছতা থাকবে। তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে। ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তে পড়েছে বল্লা মুখা বাঁধের ভাঙা অংশ। আমরা চাই ভারতের সঙ্গে আলোচনা করে সরকার এর শান্তিপূর্ণ সমাধানের দিকে হাঁটুক।

জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, কর্মীদের গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। জেলখানাগুলো ছিল বিরোধী দলগুলোর জন্য জাহান্নামের মতো। জেলখানাগুলোতে ৭৬ হাজার বন্দি রাখার কথা ছিল, কিন্তু সেখানে তারা ২ লাখ ৮০ হাজার বন্দি রেখেছিল। আমাদের নেতাকর্মীদের জেলের বারান্দায় থাকতে হয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার চেষ্টা করেছিল। সে বিভীষিকাময় সময় অতিক্রম করেছে বাংলাদেশ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান,ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, পরশুরাম উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নূর মোহাম্মদ, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট এমদাদ হোসাইন, পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, পৌর জামায়াতের আমির মো. মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, জামায়াত আমিরের সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকে ফেনী-পরশুরাম সড়কসহ পরশুরামের বিভিন্ন সড়কের পাশে কয়েক হাজার নেতাকর্মী তাদের আমিরকে স্বাগত জানান। জামায়াত নেতার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়’

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

কী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কেন আলোচনার কেন্দ্রবিন্দু?

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

১০

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

১১

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

১২

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক গায়ক আসিফ

১৩

বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

১৪

আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে গর্ব করি : ধর্ম উপদেষ্টা

১৫

আ.লীগ গণশত্রুতে পরিণত হয়েছে : ডা. জাহিদ

১৬

আফগান সিরিজের আগে সুসংবাদ পেলেন একাধিক টাইগার ক্রিকেটার

১৭

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

১৯

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

২০
X