ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু পরিবেশ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। ন্যূনতম যে সংস্কার না হলে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখ বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যাদের ভেতরে সততা, স্বচ্ছতা থাকবে। তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে। ভারত-বাংলাদেশ দুই দেশের সীমান্তে পড়েছে বল্লা মুখা বাঁধের ভাঙা অংশ। আমরা চাই ভারতের সঙ্গে আলোচনা করে সরকার এর শান্তিপূর্ণ সমাধানের দিকে হাঁটুক।

জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, কর্মীদের গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। জেলখানাগুলো ছিল বিরোধী দলগুলোর জন্য জাহান্নামের মতো। জেলখানাগুলোতে ৭৬ হাজার বন্দি রাখার কথা ছিল, কিন্তু সেখানে তারা ২ লাখ ৮০ হাজার বন্দি রেখেছিল। আমাদের নেতাকর্মীদের জেলের বারান্দায় থাকতে হয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশকে জাহান্নামে পরিণত করার চেষ্টা করেছিল। সে বিভীষিকাময় সময় অতিক্রম করেছে বাংলাদেশ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান,ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, পরশুরাম উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নূর মোহাম্মদ, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট এমদাদ হোসাইন, পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, পৌর জামায়াতের আমির মো. মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, জামায়াত আমিরের সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকাল থেকে ফেনী-পরশুরাম সড়কসহ পরশুরামের বিভিন্ন সড়কের পাশে কয়েক হাজার নেতাকর্মী তাদের আমিরকে স্বাগত জানান। জামায়াত নেতার আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

চাকরি দেওয়ার নামে পাঠানো হলো রাশিয়ার যুদ্ধে, খোঁজ নেই নাজিরের

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

দলে দলে ছাত্রদলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

১০

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১১

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

১২

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

১৩

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

১৪

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

১৫

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

১৬

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

১৭

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

১৮

‘শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে দরকার ইসলামের শাসন’ 

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

২০
X