বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কে সবজির হাট, যানজটে ভোগান্তি

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সবজির হাট বসায় যানজটের সৃষ্টি হয়। ছবি : কালবেলা
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সবজির হাট বসায় যানজটের সৃষ্টি হয়। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সবজির হাট বসছে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হচ্ছে।

সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার- এ তিন দিন ‘বারৈচা সবজির হাট’ নামে পরিচিত এ হাটে কেনাবেচা হয়। পণ্য রাখা ছাড়াও সড়কের ওপর ক্রেতা-বিক্রেতাদের ভিড় থাকায় ভোগান্তিতে পড়েন স্বল্প ও দূরপাল্লার যাত্রীরা।

এ হাটে বেলাব ও রায়পুরা উপজেলার চাষিরা তাদের উৎপাদিত সবজি বিক্রির জন্য নিয়ে আসেন।

এ ছাড়া মহাসড়কের একটি অংশ দখল করে শিবপুর, মরজাল, গোকুল নগর বাজারেও সবজির হাট বসে। মহাসড়ক ঘিরে এসব হাট-বাজারের কারণে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়।

নরসিংদী জেলার অন্যতম বড় পাইকারি সবজির হাট বারৈচা বাজার ও শিবপুর বাজার। লটকনের সবচেয়ে বড় বাজার মরজাল এলাকায়। এসব বাজার বেলাব ও রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিনটি বাসস্ট্যান্ড ঘিরে গড়ে উঠেছে।

বারৈচা ও শিবপুর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবপুর বাজারের ভেতরে সবজি কেনাবেচার জন্য পর্যাপ্ত স্থান থাকলেও বারৈচা ও মরজাল বাসস্ট্যান্ড বাজারে সবজি ও লটকন কেনাবেচার পর্যাপ্ত স্থান নেই।

এ অজুহাতে ক্রেতা-বিক্রেতারা ইচ্ছে করেই মহাসড়কে সবজি ও লটকনের হাট বসান।

শুক্রবার সকালে বারৈচা বাজারে গিয়ে দেখা যায়, মহাসড়কে সবজির ক্রেতা-বিক্রেতা ও দাঁড় করিয়ে রাখা সবজিবাহী ট্রাক-ভ্যানের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মহাসড়কের ফুটপাতে বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান, মহাসড়কের সংযোগ সড়ক বেলাব ও রায়পুরা সড়কের প্রবেশ পথে সিএনজিচালিত অটোরিকশার পার্কিংয়ের কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে।

অপরদিকে মরজাল বাসস্ট্যান্ড বাজারে প্রতিদিনই মহাসড়কে লটকনের হাট বসছে। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত লটকন কেনাবেচা হয়।

যানজটে ভুক্তভোগী সিলেটগামী শ্যামলী পরিবহনের চালক পাশা মিয়া বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার এখানে যানজট লেগেই থাকে।’

পথচারী দুলাল মিয়া বলেন, ‘মহাসড়কে এত বেশি ক্রেতা-বিক্রেতা ও পণ্যবাহী ভ্যানের জট থাকে মহাসড়ক পার হয়ে ওপারে যেতেও কষ্ট হয়। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। নেই কোনো পথচারী সেতু।’

বারৈচা বাজার কমিটির সভাপতি এবং চরউজিলাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সম্রাট হাটের কারণে যানজটের বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, ‘মহাসড়ক থেকে রায়পুরা-বেলাব সংযোগ সড়কের প্রবেশদ্বারে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করে রাখা হয়। আমরা এ জন্য বারৈচা বাসস্ট্যান্ডে আরেকটি বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। ওই সড়কে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্থানান্তর করা গেলে মহাসড়কে যানজট কমে আসবে বলে আমার বিশ্বাস।’

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা বলেন, ‘আমরা বারৈচা বাসস্ট্যান্ড বাজারে যানজটের কিছু কারণ বের করেছি। এখানে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান দিয়েছে কিছু লোক। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা সড়ক দখল করে তাদের গাড়ি পার্কিং করছেন। এ ছাড়া সবজি ক্রেতা-বিক্রেতারা মহাসড়কে সবজি কেনাবেচা করছেন। এসব কারণে আমরা শিগগিরই বারৈচা বাজারে অভিযান পরিচালনা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুখবর’ পেলেন যুবদল নেতা

৭০ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন বৃদ্ধা

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ

৩ মাসের নাতিকে পুকুরে ছুড়ে ফেললেন দাদি!

কবর থেকে মায়ের মরদেহ তুলে ঘরে রাখলেন ছেলে

শীতের পিঠার ভ্রাম্যমাণ দোকানে রমরমা ব্যবসা

রাতে বাড়ি থেকে বের হন জাকির, সকালে মিলল মরদেহ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’

দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বরখাস্ত

১০

ইসরায়েলকে ছেড়ে সৌদিতে মজেছেন ডোনাল্ড ট্রাম্প

১১

প্রতিদিনের যেসব অভ্যাস অজান্তেই আপনার লিভারের ক্ষতি করছে

১২

নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন শক্তিশালীকরণ জরুরি

১৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো, কারণ কী

১৪

প্লট দুর্নীতি / হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় ১ ডিসেম্বর

১৫

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি নিয়ে রায় ৪ ডিসেম্বর

১৬

কঠোর গোপনীয়তায় কারাগার থেকে সরানো হলো স্ত্রীসহ সন্ত্রাসী সাজ্জাদকে

১৭

যমুনা অভিমুখে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীরা, পুলিশের বাধা

১৮

ছেলে-মেয়েকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

১৯

শীতে চুলের যত্নে যা করবেন

২০
X