কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ এএম
অনলাইন সংস্করণ

টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ২০ কিশোর

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় পুরস্কার পেল ২০ কিশোর। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় পুরস্কার পেল ২০ কিশোর। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের হযরত বিলাল (রা.) জামে মসজিদের পরিচালনা কমিটি । নিয়মিত নামাজ আদায়কারী ২০ কিশোরের মধ্যে ৩ জনকে বাইসাইকেল ও ২ জনকে টেবিল ফ্যানসহ বাকিদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মনসুর হযরত বিলাল (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটির সদস্য ও অতিথিরা।

এ সময় শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে সাংবাদিক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, খতিব মুফতি আশরাফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মুহিত বাবলু, খতিব আব্দুল মুতাকাব্বির ও পৃষ্টপোষক মুহিবুর রহমান জাবেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি আব্দুস শহীদ ফারুক, পারভেজ আহমদ, হারুন মিয়া, প্রবাসী ময়ুব আলী, আজাদ মিয়া, মাসুক আহমদ প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য মুহিবুর রহমান জাবেদ জানান, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত টানা ৬০ দিন নামাজ আদায়ের কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে ২০ জন কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম তিনজকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

আয়োজক কমিটির পৃষ্টপোষক আব্দুল মুহিত বাবলু বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ নিয়েছি।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মারোয়ানুর রহমান বলেন, টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করি। নামাজ খারাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। আমি এলাকার সব ভালো কাজের সঙ্গে সব সময় থাকবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১০

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১১

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১২

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৩

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১৪

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৫

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৬

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৭

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৮

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৯

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

২০
X