সিলেট ব্যুরো
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আমরা নির্বাচনী গণহত্যা চাই না : জামায়াত আমির

সিলেট মহানগর জামায়াত আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সিলেট মহানগর জামায়াত আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচনী জেনোসাইড বা নির্বাচনী গণহত্যা চাই না। আমরা চাই, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন। দেশে নির্বাচনের আগে অনেকগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনী জেনোসাইড।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেশ স্বাধীনের পর থেকে কখনো একটু ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনো ছিল না। খুব ভালো কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না।

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয় তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথবাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সঙ্গে থাকবে।

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শাহজাহান আলীর পরিচালনায় জামায়াত আমির বলেন, নির্বাচিত সরকার সবসময় ভালো হয় না। নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এ অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হবে। যাদের অতীত ভালো, বর্তমান ভালো- তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে- এটা আশা করা যায়।

জামায়াত এখনো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেনি উল্লেখ করে সংগঠনটির আমির বলেন, জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করাই আজকের উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য। আমাদের প্রবাসীমুখী না হয়ে শিক্ষার ভিত মজবুত করতে হবে। শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করতে হবে।

এর আগে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রচলিত শিক্ষার সঙ্গে নৈতিকতার সমন্বয় হলে আদর্শবান ভালো মানুষ গড়ে উঠবে। সেদিকে আমাদের অভিভাবক ও শিক্ষকদের গুরুত্ব দেওয়া উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হলে বহিরাগত অতিথি থাকায় নিষেধাজ্ঞা

ধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, শাস্তির দাবি শিবিরেরও

নারী নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

রাত ১১টার পর হলে ঢোকায় রাবির ৯১ ছাত্রীকে তলব, অতঃপর...

ঘরে ঢুকে ছেলে দেখেন মায়ের রক্তাক্ত লাশ

ভবিষ্যতে সরকারপ্রধানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত : ফারুকী

স্থগিত হওয়া বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে!

উপাচার্য, প্রক্টরের পদত্যাগ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আ.লীগের মিছিলে স্লোগান দেওয়া সেই বাকপ্রতিবন্ধীর জামিন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে কেন তাড়াহুড়ো করছে পাকিস্তান?

১০

গাজীপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের হামলা, সার্ভেয়ারসহ আহত ২

১১

চাঞ্চল্যকর কেয়া হত্যায় স্বামী সিফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১২

শখের বাইকেই প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

১৩

আপনারা কারা, জাপা মহাসচিবকে রিজভী 

১৪

‘ড্যানসেস উইথ উলভস’ অভিনেতা গ্রাহাম গ্রীন আর নেই

১৫

ডি ভিলিয়ার্সের দৃষ্টিতে, সেরা পাঁচ ক্রিকেটার যারা

১৬

গাজীপুরে মেলার নামে লটারি প্রতারণা, এলাকাবাসীর ক্ষোভ

১৭

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

১৮

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

১৯

ড্রাগন ফলে ‘টনিক’ চেনার উপায় ও স্বাস্থ্যঝুঁকি জানুন

২০
X