শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় মাটি ফেলে হিসনা নদী দখল করছে প্রভাবশালীরা

কুষ্টিয়ার ভেড়ামারায় মাটি ও বালু ফেলে হিসনা নদী দখলে ব্যস্ত প্রভাবশালীরা। ছবি : কালবেলা
কুষ্টিয়ার ভেড়ামারায় মাটি ও বালু ফেলে হিসনা নদী দখলে ব্যস্ত প্রভাবশালীরা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় মাটি ও বালু ফেলে হিসনা নদী দখল করছে প্রভাবশালীরা। তারা নদীর খাসজমিকে নিজেদের কেনা জমি দাবি করছেন। জমির দলিল আছে দাবি করেই নদী ভরাট করা হচ্ছে। অনেকে আবার প্রশাসনকে ম্যানেজ করেই কাজ করার কথা স্বীকার করেছেন। এ ক্ষেত্রে স্থানীয়দের বাধাকে তোয়াক্কা করছেন না তারা।

স্থানীয়রা বলছেন, ভেড়ামারার পরিবেশ রক্ষায় একমাত্র অবলম্বন এ হিসনা নদী। তাই প্রশাসনের হস্তক্ষেপ দ্রুত দরকার।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, হিসনা নদী ও এর শাখাগুলো ভেড়ামারার পৌরসভাসহ ধরমপুর, জুনিয়াদহ, চাঁদগ্রাম, মোকারমপুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের উপর দিয়ে বয়ে চলেছে। এর মোট দৈর্ঘ্য ৫২ কিলোমিটার ও প্রস্থ ৪২ মিটার (গড় ৩০ মি)। ভেড়ামারা অংশে নদীটির দৈর্ঘ্য প্রায় ১৫-২০ কিমি এবং এর শাখা নদীসহ আরও ২০ কিমি।

উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস থেকে পাওয়া তথ্যমতে, হিসনা ব্রিজ পয়েন্ট থেকে কাঠেরপুলের শেষ সীমানা পর্যন্ত ১৩৬০, ১৩৬২, ১৩৫৩, ১৩৪০-৪১, ১৩২৪-২৫, ১৩১৮ ও ১৩১৬ দাগগুলো নদীর ভেতরে অন্তর্ভুক্ত। কিন্তু ১৩৫৩ দাগের রেকর্ড সালেহা খানমের নামে। জমিটি সালেহা খানম থেকে ক্রয় করেন আব্দুল গনি। বাকি দাগগুলো নদীর খাস জমি, যা অন্যরা চাষাবাদ ও ভোগ দখল করছে।

জানা গেছে, ১৯৫৬-৫৭ সালে অনেকেই ‘স্থায়ী বন্দোবস্ত’ (পিআর)-এর মাধ্যমে নদীর খাস জমি সরকারের থেকে লিজ নিয়ে ১৯৭৬ সালে আরএসের (রিভিশনাল সার্ভে) মাধ্যমে অনেকেই তা নিজ নামে রেকর্ড করে নেয়।

সরেজমিনে গিয়ে হিসনা ব্রিজের দক্ষিণ পাশের এই অংশে গিয়ে দেখা যায়, নদীর প্রস্থ মাত্র ১০ মিটার। এর একপাশে নদীর অংশ ভরাট করছেন আব্দুল গনি অন্য পাশে ব্যবসায়ী রুবেল অটো। এলাকাবাসী জানিয়েছেন দুজনই প্রভাবশালী।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, এ নদী ভেড়ামারার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দখলদারদের কাছে ভেড়ামারাবাসী অসহায়।

আরেকজন বাসিন্দা বকুল শেখ বলেন, আমরা বারবার চেষ্টা করেও দখলবাজদের রুখতে পারিনি। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ায় সবকিছুই ম্যানেজ করেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম হোসেন জানিয়েছেন, আমেরিকান দূতাবাসে কর্মরত আব্দুল গনি প্রায় ১০ বছর আগে নদীর এ অংশটি কিনে নেন। বিশাল জায়গাটি বকচর নামে পরিচিত। বর্তমানে তিনি নদীর এ জায়গাটি প্লট আকারে বিক্রি করছেন।

প্রবাসী মিলনের স্ত্রী পিংকি খাতুন জানান, তিনি গণির থেকেই নদীর ভেতরের ২ কাঠা জায়গা কিনেছেন। তার দাবি, তিনি প্রশাসনের অনুমতি নিয়েই মাটি ফেলছেন।

আব্দুল গনি বলেন, এ জমি আমার কেনা সম্পত্তি। আমার সব কাগজপত্র সঠিক আছে। আমি বাড়িতে এসে আপনাদের দেখাব।

ব্যবসায়ী রুবেল বলেন, আমি আমার ক্রয়কৃত নিজস্ব জায়গাতেই মাটি ফেলেছি। আমি পৌরসভায় জমির সীমানা নির্ধারণের জন্য আবেদন করেছি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান কালবেলাকে বলেন, আমরা হিসনা নদীতে নতুন করে মাটি ফেলে দখল করার বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। নদীর ১নং খাস খতিয়ানের জায়গা জেলা প্রশাসনের আওতাধীন।

তিনি বললে, আমরা দ্রুত এর ব্যবস্থা নিতে পারি। নদীর ভেঙে যাওয়া বা চরপড়া জায়গা কেউই দখল করতে পারবে না, এটা নদী আইনে নিষিদ্ধ। অতিসম্প্রতি আদালত একটি রায়ে বলেছেন, নদীর পাড় থেকে ১০ মিটার বা ৩০ ফিট জায়গা ব্যক্তিগত হলেও সেটা কেউ দাবি করতে পারবে না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন, হিসনা নদী ভরাট হচ্ছে শুনে আমরা সেখানে গিয়েছিলাম। প্রাথমিকভাবে কাজ বন্ধ করেছি। এদের এর আগেও শোকজ নোটিশ পাঠানো হয়েছিল।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম কালবেলাকে জানিয়েছেন, প্রশাসনকে ম্যানেজ করার প্রশ্নই আসে না। গত ৩ ও ৪ ফেব্রুয়ারি প্রশাসন নদীতে চলমান ৩টি কাজ বন্ধ করে দিয়েছে। তাছাড়াও নদীর খাস জমি স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে লিজ নিয়ে ব্যক্তি মালিকানায় করার সুযোগ নেই। সরকারি বিধি মোতাবেক আরএস নয় বরং সিএস রেকর্ড অনুযায়ী নদী সংস্কার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১১

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

১৩

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

১৪

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

১৫

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৬

অবৈধ ফোন বেচাকেনা নিয়ে বিটিআরসির নির্দেশ

১৭

সংরক্ষিত বনের গাছ বিক্রির অভিযোগ বিট কর্মকর্তার বিরুদ্ধে

১৮

আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কেউই

১৯

‘১০ লাখ মোবাইল ফোনের আইএমইআই নম্বর একই’

২০
X