সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ

স্থগিত কমিটি বহালের দাবিতে ছাত্রদের সড়ক অবরোধ

কমিটি পূণর্বহালের দাবিতে রাস্তায় বেঞ্চ ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কমিটি পূণর্বহালের দাবিতে রাস্তায় বেঞ্চ ফেলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত হওয়া সিরাজগঞ্জ জেলা কমিটি পূণর্বহালের দাবিতে শহরের সব রুট অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় নিউ ঢাকার রোড, এসএস রোড, পৌরসভা রোড, এমএ মতিন সড়কসহ সব রুট বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন রাস্তায় বেঞ্চ ফেলে বসে পড়ে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাই নাই’; ‘চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’; ‘চাঁদাবাজদের আস্তানা, এই বাঙলায় হবে না’; ‘বহাল বহাল বহাল চাই, আগের কমিটি বহাল চাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে। রাত ১১টা পর্যন্ত তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে ফিরে যায়।

এসময় শিক্ষার্থীরা স্থগিত কমিটি পূর্ণবহালে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে আল্টিমেটাম দিয়ে বলেন, তা না হলে বিকেল থেকে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করা হবে।

বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার স্থগিত কমিটির আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের-আল ইসলাম সেজান, মুখপাত্র টিএম মুশফিক সাদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি মো. হুমায়ুন কবির কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা রাত ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে চলে গেছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক জরুরী নোটিশে কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের পর পর রাত ৯টার দিকে শহরে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা পত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়।

কমিটি অনুমোনের পরদিন রোববার (৯ ফেব্রুয়ারি) একযোগে ৫০ এরও বেশি শিক্ষার্থী ওই কমিটি থেকে পদত্যাগ করেন। তারা এটিকে পকেট কমিটি উল্লেখ করে বিলুপ্তির দাবিতে আন্দোলনে নামে। সর্বশেষ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে দুটি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। রাত সোয়া ৮টার দিকে কমিটি স্থগিত করা হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

নায়িকা মাহির পছন্দ ভাতের সঙ্গে শুঁটকি

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

বাংলাদেশের কাছে হেরে ‘হাস্যকর’ যুক্তি দেখাল ভারত অধিনায়ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

আজও ১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা 

ভারতকে হারানোর পর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জানা গেল

অলংকারে মুগ্ধ দর্শক

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক

১০

টিভিতে আজকের যত খেলা

১১

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

১২

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩ 

১৩

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায়

১৪

স্কুলে হামলা চালিয়ে ২২৭ শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ

১৫

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

১৮

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

১৯

গাজায় যুদ্ধবিরতির পর ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘ

২০
X