কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

মাঘের শেষ দিনে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। ছবি : কালবেলা
পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। ছবি : কালবেলা

মাঘের শেষ দিনে শীতের জেলা নামে খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে। উত্তরের হিমেল হওয়ার কারণে কয়েকদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ কিছুটা হ্রাস পেয়েছে। অন্যদিকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো জেলা। যদিও কুয়াশা ভেদ করেছে সকালের পরপরই সূর্য উঁকি দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় হিমেল হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কমেছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়ের চারপাশ। এ সময়ে হালকা হিমেল হাওয়া ও শীত অনুভূত হয়। তবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মেলে সূর্যের। দিনের বেলা ধীরে ধীরে সূর্য উত্তপ্ত হওয়ায় গরম আবহাওয়া অনুভূত হয়। সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ফের সন্ধ্যা থেকে শুরু হয় শীতের প্রভাব।

তবে স্থানীয়রা বলছেন, শীতের দাপটে জেলায় এখনো বৃদ্ধি না পেলেও দিনদিন তীব্রতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই তারা দাবি করেছেন, শীতের শুরুতে যদি এ জেলায় গরীব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় তাহলে তারা অনেক উপকৃত হবেন।

ওদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। বেশিরভাগ শিশু ও বয়স্করা সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারনে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা পরিমাণ ছিল ৯৯ শতাংশ। তবে আকাশের উপরিভাগে ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি মামলায় মীর নাছির ও মীর হেলালের সাজার রায় স্থগিত

ইফতার মাহফিলে তারেক রহমান / বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৬ বছরের গুম-হত্যা ও নির্যাতনের বিচার হবে 

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের

ইবিতে ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

শাকিব ভাই লিজেন্ড, সামনে থেকে দেখতে বেশি সুন্দর : তাসকিন

ভোট অধিকার ফেরাতে যুদ্ধ চালিয়ে যেতে হবে : শামা ওবায়েদ

চট্টগ্রামে ১০ দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা 

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রকৌশলীদের দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান

১০

বরগুনার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমান

১১

উত্তরায় মসজিদে ঘুষি মেরে ইমামকে হত্যার দাবি, যা জানা গেল

১২

একদিনে যুক্তরাষ্ট্রে ৪০ টর্নেডোর আঘাত

১৩

চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ আগুন

১৪

দ্রুত নিবার্চন দিন, প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার : দুলু

১৫

এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মর্তুজা

১৬

লাইট জ্বালালেই ঘরে পোকার উৎপাত, দূর করবেন যেভাবে

১৭

‘আমার জামাই বীরের মতো ফিরবে’

১৮

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : মুরাদ

১৯

৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’

২০
X