রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
বৈষম্যবিরোধীদের আলটিমেটাম, মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধীদের আলটিমেটাম, মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতা ও মামলার আসামি প্রার্থী হওয়ার প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানের প্রার্থিতা বাতিলে জেলা কোর্ট বারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নির্বাচনের প্রার্থিতা থেকে তাকে অপসারণের দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় ছাত্র-জনতা। এ ঘটনায় জরুরি সভার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

আন্দোলনকারী শাহাব উদ্দিন বাবলু বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর রহমান। তিনি একজন পদধারী আ.লীগের নেতা। বিগত আন্দোলনে তিনি আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছেন। উনি সভাপতি প্রার্থী। সুতরাং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিসহ সাধারণ জনতা ওনাকে এ নির্বাচন থেকে অপসারণ করার জন্য এসেছি।’

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, এস এম আজাদুর রহমান একটি মামলার আসামি তবে বৈষম্যবিরোধী কোনো মামলার আসামি নন। আমরা বারের লোকজনকে ডেকেছি। তাদের প্রশ্ন ছিল, যদি তাকে নিয়ে নির্বাচন করেন, আর কোনো কিছু ঘটে। এটার দায়দায়িত্ব আপনারা নেবেন, আমরা নিতে পারব না। আমি তখন বললাম, আমরা দায় দায়িত্ব নিতে পারব না। আমি কেন দায়দায়িত্ব নেব। আমি নির্বাচন কমিশনের অন্য সদস্যদের ডেকেছি। আমরা চাচ্ছি না এটাকে কেন্দ্র করে কোনো হট্টগোল না হোক। আমরা আলোচনায় বসে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি কাজী মনজুর আহমেদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের আজাদুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছি। ওনার বিরুদ্ধে মামলা আছে। এ দাবিতে আমরা বারের সামনে অবস্থান করি। রাতে নির্বাচন স্থগিতের কথা জানানো হয়েছে।’

জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ বলেন, ‘আজাদুর রহমানের প্রার্থিতার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপত্তি জানিয়েছে। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, সিনিয়র-জুনিয়র আইনজীবীসহ কমিটির সদস্যরা রাতে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন এএসএম আজাদুর রহমান ও কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে বিএনপির দোলোয়ার হোসেন ও অ্যাডভোকেট জয়নুল হক। সহ-সাধারণ সাধারণ সম্পাদক পদে ৪ জন, জুনিয়র সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া সিনিয়র সদস্য ২ জন হলেন মহিউদ্দিন মানিক ও কমিউনিস্ট পার্টির ডাডলি ডেরিক প্রেন্টিস, সহসভাপতি দুইজন হলেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ মজনু ও বিএনপির শাহ আখলাকুল আম্বিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১০

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১১

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১২

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৩

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৪

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৫

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৬

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

১৭

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

১৮

যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

১৯

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

২০
X