সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কাফিকে সেনাবাহিনীর আশ্বাস

সেনাবাহিনীর সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ছবি : কালবেলা
সেনাবাহিনীর সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে সেনা সদস্যরা।

এর আগে বুধবার রাত ১১টার দিকে কাফি নিজেই বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন।

পরে এ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যরা আশ্বস্ত করে বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

বুধবার সন্ধ্যায় কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন।

নুরুজ্জামান কাফি বলেন, পায়রা ক্যাম্পের সেনা সদস্যরা আমাদের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন। তারা আমাদের পুড়ে যাওয়া জিনিসপত্রের তালিকা করে নিয়েছে। আমরা যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করলাম তারাই আজ কষ্ট পাচ্ছি। আমি না হয় আন্দোলন করে অপরাধ করলাম কিন্তু আমার পরিবার কি অন্যায় করেছিল যে তাদেরকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ছেলে হিসেবে আজ কষ্ট ও লজ্জা হয়। আমার বাবার চাকরি জীবনের শেষ কর্মদিবস এ মাসের ২৮ তারিখ। শেষ বয়সে ছেলের জন্য কষ্ট পাচ্ছে বাবা। আমি এর বিচার চাই।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি। তা আমলে নিয়ে তদন্ত শুরু করেছি। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাহিরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে বের হতে পেরেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১০

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১১

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১২

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৩

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৪

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৫

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৬

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৭

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৯

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

২০
X