কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কাফিকে সেনাবাহিনীর আশ্বাস

সেনাবাহিনীর সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ছবি : কালবেলা
সেনাবাহিনীর সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে সেনা সদস্যরা।

এর আগে বুধবার রাত ১১টার দিকে কাফি নিজেই বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন।

পরে এ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যরা আশ্বস্ত করে বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

বুধবার সন্ধ্যায় কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন।

নুরুজ্জামান কাফি বলেন, পায়রা ক্যাম্পের সেনা সদস্যরা আমাদের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন। তারা আমাদের পুড়ে যাওয়া জিনিসপত্রের তালিকা করে নিয়েছে। আমরা যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করলাম তারাই আজ কষ্ট পাচ্ছি। আমি না হয় আন্দোলন করে অপরাধ করলাম কিন্তু আমার পরিবার কি অন্যায় করেছিল যে তাদেরকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ছেলে হিসেবে আজ কষ্ট ও লজ্জা হয়। আমার বাবার চাকরি জীবনের শেষ কর্মদিবস এ মাসের ২৮ তারিখ। শেষ বয়সে ছেলের জন্য কষ্ট পাচ্ছে বাবা। আমি এর বিচার চাই।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি। তা আমলে নিয়ে তদন্ত শুরু করেছি। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাহিরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে বের হতে পেরেছেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাতক আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি বাবার

মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ সন্তানের হত্যাকারী জন্মদাত্রী মা 

চব্বিশের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে ঐক্য নয় : জমিয়ত

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, ৭ সিনিয়র আটক

মুরাদনগরের সেই নারীর ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ ৫ দিনের রিমান্ডে

পরিবেশবান্ধব ভাস্কর্যের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

এসএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা মন্ত্রণালয়

ভারি বর্ষণে যমুনায় বাড়ছে পানি

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

১০

সেমির আগে রিয়াল মাদ্রিদের বিমান দুর্ভোগ, প্রস্তুতি নিয়ে চরম বিশৃঙ্খলা

১১

এরদোয়ানকে অপমান করায় তুরস্কে ইলন মাস্কের চ্যাটবট ব্লক

১২

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

১৩

জবির ইসলামের ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি খলিল, সম্পাদক মামুন

১৪

বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে কাল

১৫

বিয়ে করতে চান সালমান খান

১৬

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

১৭

খায়রুল বাশারের স্বপ্নে সমু চৌধুরী

১৮

বাংলাদেশে না আসলেও আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত

১৯

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, ঘাঁটি ধ্বংস

২০
X