সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আবর্জনা মিশ্রিত খালের কাদামাটি দিয়ে পাকা সড়ক নির্মাণের অভিযোগ

আবর্জনা মিশ্রিত খালের কাদামাটি দিয়ে নির্মিত হচ্ছে পাকা সড়ক। ছবি : কালবেলা
আবর্জনা মিশ্রিত খালের কাদামাটি দিয়ে নির্মিত হচ্ছে পাকা সড়ক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ কোটি ৬৮ লাখ টাকায় সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসমত অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ড্রেন নির্মাণকাজে কার্যাদেশ মেনে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন না। ড্রেনের মাটি সরিয়ে তা অন্যত্র বিক্রি করে দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেনের দুপাশের দেয়াল ঢালাইয়ের পর ফাঁকা অংশে ড্রেন থেকে তোলা মাটি ব্যবহার করে ভরাট করার কথা থাকলেও তা পার্শ্ববর্তী খাল থেকে এনে পলিথিন ও আবর্জনা মিশ্রিত কাদামাটি দিয়ে ভরাট করা হচ্ছে। ড্রেন নির্মাণকাজে ৬ ইঞ্চি স্রাব ও ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৫ ইঞ্চি। ১২ মিলি রড ব্যবহার করার কথা উল্লেখ থাকলেও সেখানে ব্যবহার হচ্ছে ১০ মিলি রড। ড্রেনের সলিংয়ে তিন ইঞ্চি সিসি ঢালাইয়ে দেওয়া হয়েছে মাত্র এক ইঞ্চি।

গত কয়েকদিন ধরে হাসমত অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে। সড়কের ড্রেন নির্মাণে এমন অনিয়ম ও দুর্নীতি দেখা গেলেও এ ঠিকাদার সড়ক নির্মাণে কি করবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তবে নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন হাসমত অ্যান্ড ব্রাদার্সের তাই স্বত্বাধিকারী হাসমত আলী হাসু। কার্যাদেশ মেনে নির্মাণকাজ হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

তথ্য সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পানি নিষ্কাশনের জন্য ফুটওভার ব্রিজ থেকে শুরু করে শহীদ মজনু পার্ক পর্যন্ত ড্রেন ও গুরুত্বপূর্ণ ৪টি স্থানে আরসিসি ঢালাইয়ের জন্য দরপত্র আহ্বান করে। পরে হাসমত অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ৬৮ লাখ টাকায় কার্যাদেশ পান। কার্যাদেশ পাওয়ার পর গত ২০দিন ধরে নির্মাণকাজ শুরু করেন। নির্মাণকাজের শুরু থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে যাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ মেনে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছেন না। ৭-৮টি গ্রামে পানি নিষ্কাশনের জন্য এ ড্রেন ব্যবহার করা হবে। নিম্নমানের কাজ করা হলে অল্প সময়ের মধ্যে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাজের সঠিক নজরদারি করলে অনিয়ম করতে পারবে না।

বাড়ি মজলিশ এলাকার ইমরান হোসেন বলেন, ঢালাইয়ের পর কিউরিং না করেই ময়লা আবর্জনা দিয়ে ঢালাইয়ের ফাঁকা স্থান ভরাট করছেন। ময়লা আবর্জনার দুর্গন্ধে আশপাশে বসা যাচ্ছে না। এমন দুর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।

মোগরাপাড়া এলাকার আবুল মেম্বার জানান, ড্রেন নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। তবে নির্মাণকাজে অনিয়ম থাকলে ড্রেনটি বেশিদিন স্থায়ী হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি দরকার।

হাসমত অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাসমত আলী হাসু বলেন, কার্যাদেশ মেনে নির্মাণকাজ করছেন। নির্মাণকাজে কোনো অনিয়ম হচ্ছে না। ড্রেনের মাটি সরিয়ে কাজের অন্য সাইডে নেওয়া হয়েছে। কার্যাদেশে ঢালাইয়ের ফাঁকা অংশে বালুর ব্যবহার উল্লেখ নেই। তবে সঠিক নিয়মে তার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়েছি৷ সওজের কর্তৃপক্ষকে জানিয়েছি৷ অনিয়মের প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আল রাজী নিলয় বলেন, ঠিকাদারি কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। কার্যাদেশ মেনেই কাজ করতে হবে। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১০

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১১

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

১২

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

১৩

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

১৪

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

১৫

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

১৬

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

১৭

আরও ১৩ এসপির দপ্তর বদল

১৮

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১৯

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

২০
X