সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টার বাজারে কোটি টাকার বিক্রি

সাতক্ষীরার চিংড়ি পোনার বাজার। ছবি : কালবেলা
সাতক্ষীরার চিংড়ি পোনার বাজার। ছবি : কালবেলা

বাজার চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর এই চার ঘণ্টায় বিক্রি কোটি টাকা। সাতক্ষীরার বাগদা চিংড়ির পোনা (রেণু) বিক্রির বাজারে এ ঘটনা নিয়মিত। বাজারটি সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় অবস্থিত। সকাল থেকে শুরু হওয়া এই বাজারে রোদের তেজ বাড়ার আগেই বেচা-বিক্রি শেষ হয়ে যায়। ভরা মৌসুমে বিক্রি বাড়ে আরও কয়েক গুণ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বেলা ১১টার মধ্যে কয়েক দফায় কক্সবাজার থেকে চিংড়ির পোনা নিয়ে ট্রাক এসে মার্কেটের সামনে দাঁড়ায়। এ সময় আগে থেকে পোনা ক্রেতারা গাড়ির পাশে ভিড় করেন। ট্রাক থেকে পোনাভর্তি কর্কশিটের বাক্স নামানোর পর পিকআপ, মাহেন্দ্রা, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে করে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন উপজেলায় নেওয়া হচ্ছে।

জেলা মৎস্য কর্মতর্কার কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরায় ৬৫ হাজার ৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের আছে ৫৪ হাজার ৯৩৫টি। এসব ঘেরে বাগদা চিংড়ি চাষের জন্য ৩২০ থেকে ৩৫০ কোটি পোনার প্রয়োজন হয়। অধিকাংশ পোনা কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকে আসে। বাকিগুলো প্রাকৃতিকভাবে সুন্দরবন বা অন্য উৎস থেকে উৎপাদন করা হয়।

পোনা ব্যবসায়ী আজমির হোসেন বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের বাজার চলে। আমাদের থেকে কেনা এসব পোনা শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, কালীগঞ্জ, তালা ছাড়াও খুলনার পাইকগাছা ও কয়রার বিভিন্ন ঘেরে চলে যায়। চার ঘণ্টায় বাজারে প্রতিদিন অন্তত এক কোটি টাকার ওপর পোনা বিক্রি হয়। তবে ভরা মৌসুমে পোনার চাহিদা বাড়লে বেচাবিক্রি আরও বাড়ে বলে তিনি জানান।

নিজের ঘেরে চিংড়ি চাষের জন্য কালীগঞ্জ থেকে পোনা নিতে আসেন ঘের ব্যবসায়ী বাবু বিশ্বাস। তিনি জানান, দুই বাক্সে ১০ হাজার ৮০০টি পোনা কিনেছেন। প্রতি হাজার ৩৮৫ টাকা করে। একইভাবে আশাশুনির বালিথা থেকে আসা হারুন অর রশিদ প্রতি হাজার ৪০০ টাকা দরে ২৭ হাজার পোনা কিনেছেন।

সাতক্ষীরা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, প্রায় ৩০ বছর আগে থেকে এই বাজারের শুরু হয়। কক্সবাজার থেকে প্রতিদিন ৮-১০টি হ্যাচারির ১২ থেকে ১৪টি ট্রাকে পোনা আসে। প্রতি ট্রাকে ২৫ থেকে ২৭ লাখ পোনা থাকে।

তিনি বলেন, ফেব্রুয়ারি শেষ দিকে যশোর পর্যন্ত পোনা কার্গো বিমানে আসে। তারপর সেখান থেকে ট্রাকে সাতক্ষীরায় আনা হয়। তখন দুই থেকে তিনগুণ বেশি পোনা আসে। দামও বেশি থাকে। তবে যোগযোগ ব্যবস্থা আরও উন্নত হলে পোনাচাষিরা সুফল পাবে। কারণ রাস্তা থেকে পোনার গায়ে আঘাত না পেলে বেশি উৎপাদন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ বছরে প্রথমবার দলিল ব্যবস্থায় বড় পরিবর্তন

ডাকসু ইস্যুতে সেই নেতার বিরুদ্ধে জামায়াতের অ্যাকশন

চট্টগ্রাম-২ আসনে হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাক কিংবদন্তি

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

১০

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

১১

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

১৩

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

১৪

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

১৫

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১৬

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১৭

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৯

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

২০
X