বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসির অপসারণ চেয়ে বিক্ষোভ

মনিরামপুর থানার সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা
মনিরামপুর থানার সামনে বিক্ষোভ। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুর থানার ওসির অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় থানা ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা থানা থেকে আসামি ছেড়ে দেওয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যরা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ বর্তমানে সুনির্দিষ্ট অভিযোগে আসামি ধরে থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে।

তারা অভিযোগ করেন, গত দুই দিনের ব্যবধানে ৭ জনকে থানায় ধরে আনা হয়। কিন্তু রাতের অন্ধকারে রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিক্ষুব্ধদের অভিযোগ, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলা চত্বর থেকে গাঁজাসহ দুজনকে আটক করে মনিরামপুর থানা পুলিশ। শনিবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ছাড়াও গত ৩/৪ দিনে সুনির্দিষ্ট অভিযোগে অনন্ত ৭ জনকে আটক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় থানার এসআই অমিত দাস, কানু, মিলনসহ বেশ কয়েকজনের রহস্যজনক ভূমিকার কথা তুলে ধরেন তারা।

তারা দাবি জানান, অচিরেই মনিরামপুর থানার ওসিকে অপসারণ করতে হবে।

একাধিক সূত্র জানায়, শুক্রবার রাতে সবুজ ও রিয়াজ নামে দুজনকে গাঁজাসহ উপজেলা চত্বর থেকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক সেলিম হোসেন নামে চিহ্নিত এক গাঁজা কারবারিকে আটক করে থানায় আনা হয়। পরদিন শনিবার সকালে অজ্ঞাত কারণে সবুজ ও রিয়াজকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ আসামি ছেড়ে দেওয়ার বিষয়ে থানার এসআই অমিত দাসের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া শনিবার ইমরান হোসেনসহ চারজনকে থানায় এনে মারধরের অভিযোগ উঠেছে অমিত দাসের বিরুদ্ধে।

অবশ্য এসব ব্যাপারে এসআই অমিত দাস বলেন, সবুজ নামে যাকে ধরা হয়েছিল তাকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি স্যারই ভালো বলতে পারবেন। আর মারধরের বিষয়টি মিথ্যা।

এ বিষয়ে জানতে মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি। ক্ষুদে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।

মনিরামপুরের এএসপি ইমদাদুল হক বলেন, ছুটিতে থাকায় এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারছি না।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) মো. জিয়াউদ্দিন আহম্মেদের মুঠোফোনে কল দিলেও সেটি রিসিভ হয়নি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ গাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১০

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১২

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৩

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১৪

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১৫

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৬

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৭

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৮

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

১৯

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

২০
X