বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নষ্ট করে দিয়ে গেছে। আল্লাহ না চাইলে কেউ এক মিনিটও ক্ষমতায় থাকতে পারে না। উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করে লক্ষকোটি টাকা বিদেশে পাচার করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ভোলা আইনজীবী সমিতির উত্তর ভবনে অভিষেক ও বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আওয়ামী সরকার ক্ষমতার জোরে দেশনেত্রী খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করেছিল। মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দিয়েছে। ১৬ বছরে জেল-জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা চালিয়েও ছাত্র-জনতার আন্দোলন থামাতে পারেনি। অবশেষে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। তার বিচার আল্লাহর দরবার থেকে হয়েছে।
তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, এই প্রফেশনে যদি সম্মান না করা হয় তাহলে ন্যায়বিচার ভূলুণ্ঠিত হয়। সাবেক বিচারপতি এসকে সিনহাকে জোর করে দেশত্যাগে বাধ্য করে বিচার বিভাগকে কলুষিত করেছিল। বর্তমানে বিচারকদের মাথার ওপরে কোনো রাজনৈতিক হাত নেই। তাই বিচারকরা এখন সঠিকভাবে সুবিচার করতে পারছেন। ফ্যাসিস্ট সরকারের দোসররা বিচার বিভাগকে ফোকলা করে দিয়েছে। জেলা জজদের কাছ থেকে কিছু শেখার রয়েছে। বিচারকদের সম্মান করলে আপনারাও সম্মান পাবেন।
তিনি বলেন, বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ হয়েছে। এখানেও বিচারক, আইনজীবীদের ভূমিকা ছিল এটা ভুলে গেলে চলবে না। সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে তাদের প্রতি সম্মান দেখানোর আহ্বান করছি।
মন্তব্য করুন