শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশ-জাতি মুক্তি পাবে না’

ভোলায় সমাবেশে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
ভোলায় সমাবেশে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ১৬ বছর পর্যন্ত শেখ হাসিনার নির্যাতন সহ্য করে, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদকে উৎখাত করে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার শপথ নিয়েছিলাম। তাই হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশ ও জাতি মুক্তি পাবে না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা মহাজনপট্টি এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পুলিশ, বিজিবি ও র‍্যাব বাহিনীকে দখলে নিয়েছিল। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানকেও দলীয়করণ করেছে। মুক্তিযোদ্ধা কোটার নামে বিভিন্ন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ছাত্র নেতারা মেধার ভিত্তিতে চাকরি না দেওয়ার অভিযোগে সরকারের বিরুদ্ধে কোটাবিরোধী আন্দোলন শুরু করে। আমারা সেই আন্দোলনকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থন দিয়েছি।

স্বপন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নেতৃত্বকে মেনে নিয়ে আন্দোলন করেছে। আমারা বলেছিলাম, যে রাষ্ট্র ফ্যাসিবাদ দখল করে রাখে সে রাষ্ট্রে মেধার চর্চা করা যায় না। তখন তারা বুঝেছিল হাসিনাকে উৎখাত করতে না পারলে কোটাবিরোধী আন্দোলন বাস্তবায়ন করা যাবে না। তাই দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সামনে রেখে দীর্ঘদিনের সংগ্রামের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ স্থায়ী কমিটির সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সকল ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্ট হাসিনা। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গুম ও খুন করেছে। জাতীয় নেতা ইলিয়াস আলীকে আজও খুঁজে পাইনি। তার সন্তানরা এখনো স্বপ্ন দেখে তার বাবা কখন ফিরে আসবে।

তিনি আরও বলেন, ভোলায় নুরে আলম, রহিম, হাসান ও আবু সাঈদের মতো সকল শহীদের হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কেন বিলম্ব করছেন, এটাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন?

জহির উদ্দিন স্বপন বলেন, হাসিনা পালিয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে অবিলম্বে নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। দেশের সকল সংকটের একমাত্র সমাধান জাতীয় নির্বাচন, তাই ন্যূনতম সংষ্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. রহমতুল্লাহ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১০

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১১

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১২

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৩

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৪

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৫

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৬

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৭

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৮

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৯

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

২০
X