সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যমুনাপাড়ে শুরু হচ্ছে স্কাউটের ৭ম জাতীয় কমডেকা

স্কাউটের ৭ম জাতীয় কমডেকার জন্য সাজানো হয়েছে তাঁবু। ছবি : কালবেলা
স্কাউটের ৭ম জাতীয় কমডেকার জন্য সাজানো হয়েছে তাঁবু। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বিস্তীর্ণ যমুনাপাড়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ স্কাউটের সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকা। আগামীকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনা নদীর অববাহিকায় এই কমডেকা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে ৭ম কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাত দিনব্যাপী এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ ৬ হাজার মানুষের সমাগম হবে। ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানসহ পুরো ক্যাম্প সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প সূত্রে জানা গেছে, সারা দেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮ জন সদস্য ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন করে সদস্য। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়োঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এখন চলছে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সাজ-সজ্জার কাজ।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নি নির্বাপণ ও যে কোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশের স্কাউটস এর সহকারী পরিচালক নাসির উদ্দিন কালবেলাকে জানান, জাতীয় সদর দপ্তরের পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে কমডেকা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মনিটরিং করছেন।

তিনি বলেন, কমডেকা রোভার স্কাউটদের জীবনের অন্যতম আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম, যেখানে অংশগ্রহণকারী রোভার স্কাউটবৃন্দ নিজেদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন, পরস্পরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে মিলেমিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে। অংশগ্রহণকারীদের কাছে এবারের কমডেকাকে আকর্ষণীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কমডেকা প্রোগ্রাম করে নাম দেওয়া হয়েছে সেবাসমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি। ১৪টিরও বেশি চ্যালেঞ্জে অংশ নিয়ে রোভাররা তাদের শারীরিক ও মানসিক শক্তি দিয়ে এ কমডেকা মোকাবিলা করবে।

বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন জানান, সিরাজগঞ্জে ৭ম কমডেকা ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন। ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী এই কমডেকা ক্যাম্পের সমাপ্তি হবে।

প্রসঙ্গত, ২৪ বছর আগে ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট যমুনা নদীর হার্ড পয়েন্ট অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কমডেকা উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তখন থেকে এই স্থানটিকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ সেন্টারের জন্য বেছে নেয় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বশুরের বিচারপতি হওয়া নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন সারজিস

কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আইইবির

রাকসু নির্বাচন : মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, পেছাবে ভোটের তারিখ

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

জবি বাংলা বিভাগের এক শিক্ষককে বহিষ্কার, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

ছোট পর্দায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’

অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন : কারা মহাপরিদর্শক

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি প্রযোজকের সিনেমা

শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে : শামা ওবায়েদ 

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে রকমারি ডটকম, বেতন ৩০ হাজার

১০

জীবিকার তাগিদে বের হয়ে প্রাণ হারালেন রফিকুল

১১

হঠাৎ অসুস্থ একই স্কুলের ২২ ছাত্রী

১২

কয়েকটি ইসলামি দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হচ্ছে : সালাহউদ্দিন 

১৩

দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলাকারীদের কী সাজা হতে পারে

১৫

গকসু নির্বাচন : প্রথম দিনে ১৩টি মনোনয়নপত্র বিতরণ

১৬

ববির আবেগঘন পোস্ট

১৭

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অডিট বন্ধ থাকবে : এনবিআর চেয়ারম্যান

১৯

১ বলে ১৩ রান নিলেন ভারতের তারকা ওপেনার

২০
X