কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিচ্ছেন বিএনপি নেতা এম এ হাসান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিচ্ছেন বিএনপি নেতা এম এ হাসান। ছবি : কালবেলা

কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা হাসান বলেন, সম্প্রতি দুটি আঞ্চলিক পত্রিকায় আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনা হচ্ছে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয় প্রতিপন্ন করতে ও দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, আওয়ামী লীগ আমলে সুবিধাভোগ করার অভিযোগ রয়েছে। সংবাদটি আদৌও সত্য নয়। এ ধরনের কোনো কাজের সাথে আমি কোনো দিন জড়িত ছিলাম না। এখনও নেই। উক্ত সংবাদে যে সকল ব্যক্তিদের বক্তব্য প্রদান করা হয়েছে তারা প্রতিবেদককে ওই ধরনের কোনো বক্তব্য প্রদান করেনি। প্রতিবেদক তার মনগড়া বক্তব্য প্রদান করেছে। ওই সংবাদে যাদের বক্তব্য প্রদান করা হয়েছে সংবাদ সম্মেলনে তারা উপস্থিত হয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে ২৫ বছরের অধিকসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আত্মীয়-স্বজনের রাজনীতির সুবিধাভোগী বলা হয়েছে। অথচ বিগত ১৬ বছরে স্বৈরাচার সরকারের আমলে ৫টি মামলার আসামি হয়েছি। দুবার জেল খেটেছি। ২০১৩ সালে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে বিএনপি অফিস ভাঙচুর করে এবং আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে খুলনা জেল খানা থেকে আমার দুপায়ে ডান্ডাবেড়ি দিয়ে রিমান্ডের উদ্দেশ্যে কয়রা থানায় আনা হয়। এবং গভীর রাতে অসংখ্যবার আমার বাড়িতে পুলিশ হানা দিয়ে তছনছ করেছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রদান করে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করলে মিথ্যা প্রমাণিত হবে।

বিএনপি নেতা হাসান বলেন, সম্প্রতি কয়রা উপজেলা বিএনপির কমিটি গঠন করার ঘোষণা দেওয়ায় পর আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

বর্ষার সাথে মাহির ও জোবায়েদের প্রেম ছিল : জবানবন্দিতে বর্ষার মামা

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

১০

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

১১

দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

১২

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, মামলা হলেও অধরা ধর্ষক

১৩

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

১৪

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক কমলালেবু

১৫

প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি

১৬

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা শাকিলের ব্যতিক্রমী উদ্যোগ

১৭

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

১৮

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

১৯

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

২০
X