মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে সাভারে বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার হাইওয়ে থানা ও সাভার মডেল থানা পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকারের নির্দেশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।
এসময় সিএনবিসহ বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনার ফলে আনোয়ার জং সড়ক ব্যবহার করে প্রতিদিন আশুলিয়া ও ঢাকায় যাতায়াত করা কয়েক লাখ মানুষের ভোগান্তির অবসান হলো। উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছে সড়কটি ব্যবহার করা সাধারণ জনগোষ্ঠী।
তাদের দাবি আবার যেন অবৈধভাবে এ মহাসড়ক ব্যবহার করে কেউ দোকানপাট গড়ে তুলতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের অবাধ চলাফেরা নিশ্চিত করার।
সড়কের পাশে আবারও অবৈধভাবে দোকানপাট বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অভিযানের নেতৃত্ব দেওয়া সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন, নতুন করে সড়ক দখল করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের চলাফেরা নিশ্চিত এবং যাতে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন