বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘স্থানীয় নির্বাচনের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিহত করব’

সিলেটের বিশ্বনাথে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কোনো ভাবেই মানব না। আর যদি স্থানীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করা হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করব। স্থানীয় নির্বাচন একটি নির্বাচিত সরকারই করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এত সময় নেই।

তিনি বলেন, ৬ মাসে প্রশাসন সংস্কার করতে পারে নাই। পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন কোনোটাই সংস্কার হয় নাই। একটি জাতীয় নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেই দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে বর্তমান সরকার সেই প্রত্যাশা আমাদের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার আনরপুর গ্রামে মরহুম হাজি সুনাফর আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, দীর্ঘদিন থেকে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। সরকার ঘোষণা করেছে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনারা সৎ প্রার্থী দেখে ভোট দিবেন। নানা প্রলোভন দেখিয়ে ভোট নিতে চাইবে দুর্নীতিগ্রস্তরা। আপনারা মনে রাখবেন যারা দুর্নীতি করে তাদের ভোট দিলে শুধু তাদেরই উপকার হবে, জনগণের নয়। আর সৎ লোককে নির্বাচিত করলে সাধারণ জনগণ উপকৃত হবে। আগামী নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থীদেরই ভোট দিবেন। কারণ, গত ১৭ বছর মামলা, হামলা, নির্যাতন সহ্য করেও বিভিন্ন দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশেই ছিল। প্রবাসে থাকা বিএনপির নেতারাও সবসময় জনগণের কল্যাণে ও আর্তমানবতার সেবায় কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নাম করে শুধু লুটপাট করেছে। বরাদ্দের সব তাদের নেতাকর্মীরা ভাগভাটোয়ারা করে নিয়েছে। সাধারণ জনগণ কিছুই পায়নি। আওয়ামী লীগের একজন বস্তির নেতাও কোটি টাকার মালিক। আর দেশে যা ছিল বাকিটুকু ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এখন আমরা শূন্য। ছাত্রদের আন্দোলনে আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছি। সেই ফ্যাসিস্টদের এখন বিচার করতে হবে। যারা লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আর যারা জেল হাজতে আছে বিচার শেষ না পর্যন্ত তাদের জামিন যাতে না হয়।

উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ খান। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের অর্থায়নে পৌরসভার ৯নং ওয়ার্ডের গরীব, অসহায় ৭৮৫ পরিবারকে রমজানের খাদ্যসামগ্রী ও ৪০টি পরিবারকে ১ বান করে ঢেউটিন বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

২৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

১০

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

১১

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১২

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

১৩

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১৪

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১৫

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১৬

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১৭

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৮

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৯

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

২০
X