সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

স্কাউটসের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ছবি : কালবেলা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ স্কাউট আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট শক্তিশালী। আমাদের এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ স্কাউটের পাশে সরকার সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্ব স্কাউটদের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ তথা বৈষম্যহীন বিশ্ব গড়ে উঠুক এটাই কামনা করি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জে যমুনা নদীর পারে ‘হার্ডপয়েন্ট’ এলাকায় বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে ৭ম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, এদেশের ছাত্র-শ্রমিক জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে তুলতে হবে এ দেশকে। আর যেন এদেশের মাটিতে স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ইতিহাস আমাদের সেই সুযোগ করে দিয়েছে, সেই সুযোগের যথাযথ ব্যবহার করতেই হবে। আমরা সকলে মিলে সত্যিকারের সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব। দেশপ্রেমের অগ্নিশিখায় অমর ৮জন স্কাউট জুলাই আন্দোলনে সাহস ও ত্যাগের অনন্য নজির সৃষ্টি করেছে। তাদের আত্মদান প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে। এই তরুণ স্কাউটরা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। তাদের রক্তস্নাত স্বপ্ন আজ আমাদের পথ দেখাচ্ছে, অনুপ্রাণিত করছে সংগ্রামী চেতনায়।

সিরাজগঞ্জে যমুনা তীরে ৭ম জাতীয় কমডেকা আয়োজিত হয়েছে যেন আমি আনন্দিত হয়েছি। জাতীয় কমডেকা এমন একটি আয়োজন যেখানে রোভার স্কাউটদের কর্মকাণ্ডের সর্ববৃহৎ সমাবেশ ঘটে। রোভার স্কাউটরা চরবেষ্টিত প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে অবস্থান করে গণমানুষের জীবন জীবিকা, তাদের আর্থ সামাজিক অবস্থা এবং চ্যালেঞ্জিং জীবন সম্পর্কে জানতে পারবে এবং নিজেরা সে অনুযায়ী জ্ঞান অর্জন করতে পারবে।

স্কাউটরা ক্যাম্প চলাকালীন এলাকার লোকজনের স্বাস্থ্যসেবা দিতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারে, গবাদি পশুর চিকিৎসা দিতে পারে, শাকসবজি ফলমূলের বাগান করতে পারে, শৌচাগার তৈরি বা এ ধরনের আরও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে সরকার সবসময় বাংলাদেশ স্কাউটের পাশে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম এ দেশের প্রাণশক্তি। স্কাউট আন্দোলন দেশের তরুণদের সমাজঘনিষ্ঠ কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে আসছে এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দিয়ে ড. মোহাম্মদ ইউনূস বলেন, ১৯৯৪ সাল থেকে বাংলাদেশ স্কাউটে মেয়ের অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ স্কাউটে মেয়ের সংখ্যা ১৩ শতাংশের কম। এ সংখ্যাকে আরও বাড়াতে হবে। আশা করি স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।

স্কাউটের মাধ্যমে সমাজ উন্নয়ন কার্যক্রম অবারিত সুযোগ রয়েছে। এই সুযোগ রোভার স্কাউটরা কাজে লাগাতে পারে। শুধু জাতীয় পর্যায়ে নয়, অঞ্চল ও জেলা পর্যায়ে সমাজ উন্নয়ন ক্যাম্পের আয়োজন করা যেতে পারে।

নিজের শৈশবের বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি নিজেও একজন স্কাউট ছিলাম, তোমাদের মতো স্কাউট পোশাক পড়ে গলায় স্কার্ট ঝুলিয়ে আমার শৈশব কেটেছে। করাচি জাম্বুরিতে অংশগ্রহণ করেছি। চট্টগ্রামের একটি মাঠে সারা বছর স্কাউটিং কার্যক্রম চলত। সেই এলাকা জাম্বুরি মাঠ হিসেবেই পরিচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ইতোমধ্যেই ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করণের মধ্য দিয়ে গতকাল কমডেকার কর্মকাণ্ড শুরু হয়েছে। এটির সমাপনী হবে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি। এবারের কমডেকাকে আকর্ষণীয় করে রাখতে ‘সেবাসমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি নামে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৃশংসতার রাজনীতি চলতে পারে না’

ব্যবসায়ী হত্যা / যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

তুরাগ থানা এলাকায় বিএনপি নেতা কফিল উদ্দিনের লিফলেট বিতরণ

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা, মুখ খুললেন সেই সাব-রেজিস্ট্রার

কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. মাসুদ

বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যাকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ এবি পার্টির

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

১০

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১১

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

১২

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরের দাবি ও আহ্বান

১৪

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১৫

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

১৬

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

১৭

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

১৮

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

১৯

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

২০
X