রাজধানীতে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা তুরাগ থানার অন্তর্ভুক্ত নলভোগ ও নয়ানগর এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি।
এ সময় কফিল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কারের পক্ষে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এ ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন, তার সবই রয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও এ নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।
বিএনপির এ ৩১ দফা সংস্কার প্রস্তাব এরইমধ্যে সারাদেশে জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করেন তিনি।
এর আগে নয়ানগর হাশেমী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন কফিল উদ্দিন আহমেদ।
মন্তব্য করুন