কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদী তীরে টেকসই বেড়িবাঁধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের’র উদ্যোগে মানববন্ধন। ছবি : কালবেলা
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদী তীরে টেকসই বেড়িবাঁধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের’র উদ্যোগে মানববন্ধন। ছবি : কালবেলা

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদী তীরে টেকসই বেড়িবাঁধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের’র উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে আয়োজিত এ মানববন্ধনে সম্প্রতি ফেনী জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও ভারতীয় পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা, মানুষের জানমাল ও জীবিকা বিপন্ন হওয়ার প্রেক্ষাপটে টেকসই বাঁধ নির্মাণ ও সংরক্ষণের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের আহ্বায়ক সাইদুল ইসলাম বলেন, প্রতিবছর এ সময় ফেনীতে পাহাড়ি ঢল ও অপ্রতিরোধযোগ্য পানি প্রবাহের কারণে গ্রামগঞ্জ প্লাবিত হয়, ফসল, ঘরবাড়ি, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়ে। বারবার প্রকল্পের নামে অস্থায়ী ও দুর্বল বাঁধ নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধানের পরিবর্তে প্রতিবছর মানুষকে দুর্ভোগের ও ক্ষয়ক্ষতির শিকার হতে হয়।

তাই শিগগিরই ফেনী জেলার নদ-নদী ও ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বাঁধ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এছাড়াও শিগগিরই পাঁচ দফা না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দাবিগুলো হলো:

১. ফেনী জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে অপসারণ ও শাস্তি দিতে হবে।

২. সরকারের স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প ইমেডিয়েটলি একনেকে পাশ করে বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে।

৩. প্রতি মাসে ফেনী পাউবো মাঠে গণশুনানির মাধ্যমে জনগণকে বাঁধ নির্মাণ ও সংরক্ষণ আপডেট জানাতে হবে।

৪. এবারের বন্যার জন্য দায়ী বাঁধ নির্মাণের ঠিকাদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।

৫. নতুন টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি বাঁধ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম মজুমদার বলেন, ‘টিএসসির অনুদান ও প্রধান উপদেষ্টার তহবিলের টাকা ফেনীর জন্য তোলা হলেও এ টাকা কোনো কাজে লাগায়নি। এ টাকার হিসেব সরকারকে দিতে হবে। শুধু এই টাকা দিয়েও বাঁধের কাজ শুরু করা যেত।’

বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ ওমর ফারুক বলেন, ‘এ বন্যার দায় কিছুতেই ফেনী জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এড়াতে পারে না। তাই দায়িত্বজ্ঞানহীন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।’

ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম বলেন, ‘রেমিট্যান্সের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ জেলা ফেনী হলেও এ জেলার বন্যা, বাঁধ নিয়ে সরকার উদাসীন। আমরা ফেনীবাসী ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই।’

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন আজিজুর রহমান রিজভী, ইমাম উদ্দিন, রাউফু রাসুলুন জ্যোতি, আরিফুল ইসলাম আসিফ, ইমাম আবু জোবায়ের, আবদুর রহিম, তারেক মনোয়ার, ইব্রাহিম, নুরে আলম অপু ও আল আমিন।

সব বক্তার একটাই আহ্বান—প্রকল্প নয়, চাই টেকসই বাঁধ ও স্থায়ী সমাধান।

মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ঢাকাস্থ ফেনীবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট ও গাজিপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন শুক্কুর

বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম

কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার, জানা গেল কারণ

আগুনে পুড়ল ঝুট গুদামসহ ১৩টি দোকান 

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন হান্নান মাসউদ-সারোয়ার তুষার    

এই ৬ অভ্যাস নীরবে ক্ষতিগ্রস্ত করছে আপনার মেরুদণ্ডকে

বিপিএল: স্বস্তির বার্তা দিল বিসিবি

মাটি খননে আনা ভেকুসহ মোটরসাইকেলে আগুন

১০

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন জারা-আখতার-পাটওয়ারী    

১১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যেসব বিষয় খেয়াল রাখবেন

১২

দিঘিতে ভেসে উঠল মরদেহ

১৩

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

১৪

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

১৫

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

১৬

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

১৭

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

১৮

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

১৯

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন অনলাইনেই

২০
X