অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম এখন অনেকের কাছেই পরিচিত একটি বিষয়। এসব এমন ধরনের ছবি বা ভিডিও, যা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ প্রকাশ করে।
সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্ম এ ধরনের ছবি দেখে মজা তো পানই, সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টাও করেন। এতে মস্তিষ্কের সৃজনশীলতা যেমন বাড়ে, তেমনি দৃষ্টিশক্তিও পরীক্ষিত হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি অপটিক্যাল ইলিউশন—কেউ দেখছেন একজন নারী, আবার কারও চোখে ধরা পড়ছে ঘোড়া ও পাখি । অথচ প্রথম দর্শনেই এই ছবিটি লুকিয়ে রেখেছে একটি গভীর বার্তা: আপনি কেমন মানুষ। আপনার মানসিকতা কেমন, অর্থাৎ ব্যক্তিত্ব কেমন।
দৃষ্টিভ্রমের ধারণা নতুন নয়। এটি মূলত আমাদের চোখ ও মস্তিষ্কের সমন্বয়ে বিভ্রান্তি তৈরি করে। তবে কিছু ছবি শুধু বিভ্রম সৃষ্টি করে না, বরং মানুষের মনস্তত্ত্ব ও ব্যক্তিত্বও প্রকাশ করে।
ভাইরাল হওয়া এই ছবিটিও সে ধরনেরই। যদিও অনেকেই এটিকে নিছক বিনোদন বলে উড়িয়ে দেন, মনোবিজ্ঞান কিন্তু তা মানতে নারাজ।
আজকের এ ছবিটিতে একসঙ্গে লুকিয়ে আছে চারটি ভিন্ন উপাদান। কিন্তু আপনি প্রথমে কোনটি দেখেছেন? সেটিই বলে দেবে আপনার মানসিক গঠন, আচরণ এবং দৃষ্টিভঙ্গির অনেক কিছু।
ছবিটিতে লুকিয়ে আছে এই চারটি উপাদান:
১. গাছ ও পাখি ২. গরিলা ৩. সিংহ ৪. মাছ
গাছ ও পাখি প্রথমে দেখলে
আপনি সৎ, যুক্তিবাদী এবং বাস্তববাদী একজন মানুষ। আপনার চিন্তাভাবনায় ইতিবাচকতা প্রবল, এবং আশপাশের মানুষজন প্রায়ই পরামর্শের জন্য আপনার দ্বারস্থ হন। আপনি তথ্যনির্ভর সিদ্ধান্তে বিশ্বাস করেন এবং অনেকেই আপনাকে ‘দলের সবচেয়ে বুদ্ধিমান’ বলে জানেন।
চ্যালেঞ্জ: আপনি অনেক সময় নিজেকে খুব বেশি নিয়মের মধ্যে বেঁধে ফেলেন, ফলে জীবনের আনন্দময় ও স্বতঃস্ফূর্ত দিকটি হারিয়ে ফেলেন।
সিংহ প্রথমে দেখলে
আপনি একজনে আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও প্রভাবশালী ব্যক্তি। নেতৃত্বে আপনি স্বাভাবিকভাবে পারদর্শী এবং ঝুঁকি নিতে ভয় পান না। আপনি জানেন কী চান, এবং লক্ষ্য পূরণে নিরলস থাকেন।
আপনার শক্তি: প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর অদম্য মানসিকতা।
গরিলা প্রথমে দেখলে
আপনি গভীর পর্যবেক্ষক ও বিশ্লেষণধর্মী। সাধারণ জিনিসেও অসাধারণ কিছু খুঁজে বের করার অভ্যাস আছে আপনার। আপনি আত্মবিশ্বাসী এবং নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
আপনার বৈশিষ্ট্য: অন্যদের চেয়ে আলাদা চিন্তা করেন, নিজস্ব গতিতে চলেন। তবে মাঝে মধ্যে কিছুটা একগুঁয়ে হবেন।
মাছ প্রথমে দেখলে আপনি একজন স্বপ্নবাজ ও কল্পনাপ্রবণ মানুষ। আপনার মন ছুটে চলে দূর ভবিষ্যতের দিকে। আপনি জীবনকে উপভোগ করতে জানেন এবং আশপাশের মানুষদের আনন্দ দিতে ভালোবাসেন।
আপনার দুর্বলতা: আপনার উদারতাকে অনেক সময় মানুষ দুর্বলতা ভেবে নিতে পারে।
মনোবিজ্ঞানীদের মতে, যারা প্রথমেই মাছ দেখেন, তারা সংখ্যায় খুব কম। এরা ‘১০০ জনে একজন’ ধরনের স্বচ্ছন্দ ও মুক্তচিন্তার মানুষ।
ছবিটি যদি শেয়ার করতে চান বা আপনি কী দেখেছেন তা আমাদের জানাতে চান, নিচে মন্তব্য করতে ভুলবেন না! আর এখন সময় বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানার তারা প্রথমে কী দেখল?
মন্তব্য করুন