চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে হট্টগোল, ককটেল বিস্ফোরণ

দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ছবি : কালবেলা
দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমাবেশে দুগ্রুপের মধ্যে হট্টগোল ও চেয়ার ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে সমাবেশ শুরু হয়। এতে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ চলাকালে বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে মঞ্চে জেলা বিএনপির একটি পক্ষের নেতাদের উপস্থিত না থাকা ও বক্তব্য দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় তাদের সমর্থকরা মাঠেও উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন। তখন একে অপরের দিকে চেয়ার ছুড়ে ও ভাঙচুর করে। এ সময় সমাবেশস্থল থেকে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করে। মঞ্চের অন্য নেতারা নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য সমাবেশের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। সারাজীবন সুশৃঙ্খল জীবন যাপন করেছি, কিন্তু আজকে যে ঘটনা ঘটল তা অপ্রত্যাশিত। আশা করব আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।

এ সময় তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি অন্তর্বর্তী সরকারকে কোনো ধরনের টালবাহানা না করার অনুরোধ জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান।

প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলের অদূরে বড় ইন্দারা মোড় এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১০

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১১

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১২

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৩

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৪

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৫

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৬

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৭

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৮

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৯

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

২০
X