কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘বাঘ আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ’

সেমিনারে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। ছবি : কালবেলা
সেমিনারে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। ছবি : কালবেলা

খুলনার কয়রায় বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনার কয়রায় গণসচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেছেন, বাঘ আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বাঘের সংখ্যা ক্রমেই কমে আসছে। বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের পুরো পরিবেশের সুরক্ষা ব্যবস্থা। আইন করে সুন্দরবনে বাঘ ও সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। গণসচেতনতার মাধ্যমে বাঘ রক্ষা সম্ভব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতন করতে হবে, কারণ তাদের সহায়তা ছাড়া বাঘের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। বাঘ সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে বনাঞ্চলকে সুরক্ষিত রাখা যায় এবং বাঘের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার।

এতে শুভেচ্ছা বক্তৃতা রাখেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম, সাংবাদিক মো. শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, সদর উদ্দিন আহমেদ, মো. রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দীন প্রমুখ।

সেমিনারে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম বলেন, মায়ের মতো এই সুন্দরবনে বাঘ টিকিয়ে রাখতে বন বিভাগের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে। বাঘ না থাকলে সুন্দরবনের অস্তিত্ব থাকবে না। তাদের অস্তিত্ব রক্ষা করতে না পারলে পুরো বনাঞ্চলের জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়বে। এবং বাঘ শিকার এবং তাদের চামড়া ও অন্যান্য অংশের অবৈধ পাচার বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, বন বিভাগের সদস্য, সিএমসি, পিপলস ফ্রম, সিপিজি, ভিটিআরটি সদস্য, বনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার যুবদল কর্মীকে হত্যা

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

মার্কেট থেকে ফুটপাতে শীতের আমেজ, স্বস্তিতে বিক্রেতারাও

হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

১০

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

১১

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদ

১২

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

১৩

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

১৪

তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ

১৫

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১৬

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৮

শনিবার যেসব জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

১৯

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

২০
X