কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘বাঘ আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ’

সেমিনারে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। ছবি : কালবেলা
সেমিনারে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। ছবি : কালবেলা

খুলনার কয়রায় বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে খুলনার কয়রায় গণসচেতনতামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতির বক্তব্যে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেছেন, বাঘ আমাদের প্রাকৃতিক জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বাঘের সংখ্যা ক্রমেই কমে আসছে। বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের পুরো পরিবেশের সুরক্ষা ব্যবস্থা। আইন করে সুন্দরবনে বাঘ ও সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। গণসচেতনতার মাধ্যমে বাঘ রক্ষা সম্ভব।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতন করতে হবে, কারণ তাদের সহায়তা ছাড়া বাঘের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। বাঘ সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে বনাঞ্চলকে সুরক্ষিত রাখা যায় এবং বাঘের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার।

এতে শুভেচ্ছা বক্তৃতা রাখেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম, সাংবাদিক মো. শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, সদর উদ্দিন আহমেদ, মো. রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দীন প্রমুখ।

সেমিনারে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম বলেন, মায়ের মতো এই সুন্দরবনে বাঘ টিকিয়ে রাখতে বন বিভাগের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে। বাঘ না থাকলে সুন্দরবনের অস্তিত্ব থাকবে না। তাদের অস্তিত্ব রক্ষা করতে না পারলে পুরো বনাঞ্চলের জীববৈচিত্র্যই হুমকির মুখে পড়বে। এবং বাঘ শিকার এবং তাদের চামড়া ও অন্যান্য অংশের অবৈধ পাচার বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, বন বিভাগের সদস্য, সিএমসি, পিপলস ফ্রম, সিপিজি, ভিটিআরটি সদস্য, বনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

১০

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

১১

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

১২

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

১৩

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

১৪

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

১৫

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৯

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

২০
X