চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

‘খেলার মাঠে মেলা নয়, ১২ মাস খেলা চাই’

চট্টগ্রাম শহরের সব খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
চট্টগ্রাম শহরের সব খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

চট্টগ্রাম শহরের সব খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নগরের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা। এ সময় তারা ‘খেলার মাঠে মেলা নয়, ১২ মাস খেলা চাই’ ব্যানারে মানববন্ধনে অংশ নেন। পরে তারা রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের অন্তত ১৫টি ক্লাব ও সংগঠনের নেতারা অংশ নেন।

পলোগ্রাউন্ড এক্সপ্রেস ক্রিকেট দলের সভাপতি আতিক রেজা নিলয়ের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন এ প্লাস ফুটবল একাডেমির কোচ শামসুদ্দিন চৌধুরী, এবি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ আবু বক্কর, সামাজিক সংগঠন বন্ধু মহলের সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

এদিকে রেলওয়ের মহাব্যবস্থাপক বরাবর দেওয়া স্মারকলিপিতে তারা লেখেন, চট্টগ্রামের কদমতলী, দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া, মাদারবাড়ী, মতিয়ার পোল, চৌমুহনী, এনায়েত বাজার, লালখান বাজার টাইগারপাসসহ এ অঞ্চলে খেলার মাঠ বলতে একমাত্র পলোগ্রাউন্ড মাঠকে বুঝায়। এ মাঠকে কেন্দ্র করেই আমাদের বিনোদনের সর্বোৎকৃষ্ট মাধ্যম ক্রীড়ানুশীলন করে থাকি।

এক সময়ের ঐতিহ্যবাহী এ পলোগ্রাউন্ড মাঠে অনুশীলন করে আকরাম খান, তামিম ইকবাল, নাজিমুদ্দিনের মতো দেশ সেরা ক্রিকেটারসহ মামুনুলের মতো দেশ মাতানো ফুটবলার তৈরি হতো। যাদের কল্যাণে বাংলাদেশের জাতীয় দলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব থাকতো অনস্বীকার্যরূপে। একইসঙ্গে থাকতো বাংলাদেশ রেলওয়ের ক্রীড়াবিদরা। একসময় রেলওয়ের ক্রীড়াবিদরাও বাংলাদেশের ক্রীড়াঙ্গণে উজ্জ্বলতা ছড়াতো।

এ মাঠ ছাড়া এ অঞ্চলের খেলার মাঠ নেই। কিন্তু পরিতাপের বিষয় এই মাঠকে কেন্দ্র করে বিভিন্ন মাহফিল, সমাবেশ ও মেলার মত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য খেলাধুলা সম্পূর্ণরূপে বিঘ্ন ঘটছে। বিগত ১০-১৫ বছর আর এ মাঠ থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার মতো কোনো খেলোয়াড় সৃষ্টি করতে পারছি না। এমনকি আমাদের যুব সমাজকে মাদকের মতো মৃত্যু থাবা থেকে দূরে সরিয়ে খেলাধুলার আকৃষ্ট করা যাচ্ছে না।

এ সমস্যার সমাধানে চট্টগ্রামের ক্রীড়াঙ্গণ তথা চট্টগ্রামের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যিক মেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

বক্তারা বলেন, চট্টগ্রামে শিশু-কিশোরদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। যে কয়েকটা মাঠ আছে, সেগুলোতে ১২ মাসে ১৩ মেলা হয়। শিশু-কিশোররা খেলাধুলা করতে না পেরে বিপথে চলে যায়। তারা যোগ দেয় কিশোর গ্যাংয়ে। তারা আরও বলেন, একসময় জাতীয় দলে চট্টগ্রামের খেলোয়াড়রা রাজত্ব করতেন। কিন্তু বর্তমানে খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে আর তেমন খেলোয়াড় উঠে আসছে না। তাই খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করতে হবে। খেলার মাঠে মেলা নয়, বারো মাস খেলা চাই।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

 ভূত আমাকে ছেড়ে দিয়েছে : মিমি চক্রবর্তী

শান্তিপূর্ণভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ কবে?

আসছে টানা ৪ দিনের ছুটি

রাজি হবে বাংলাদেশ : সাবেক ভারতীয় ক্রিকেটারের মন্তব্য

আমি শাহরুখ খানকে কাকু বলিনি : হান্দে এরচেল

৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ 

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

১০

উপদেষ্টা-ক্রিকেটারদের মিটিং শুরু, বদলাবে কী সিদ্ধান্ত?

১১

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

১২

গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে : আলী রীয়াজ

১৩

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

১৫

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

১৬

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

১৭

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

১৮

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

১৯

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

২০
X