ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পরে নিজ এলাকায় ছালাম পিন্টু

টাঙ্গাইলের ভূঞাপুরে গণসংবর্ধনায় বক্তব্য দেন আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা
টাঙ্গাইলের ভূঞাপুরে গণসংবর্ধনায় বক্তব্য দেন আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা

১৭ বছর কারাবাসের পর নিজ এলাকা টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুসজ্জামান দুদু। তিনি বলেন, ১৭ বছর ধরে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। এখনো লড়াই শেষ হয়ে যায়নি। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের কারাগারে গুম অবস্থায় মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে ছিল। অনেক লড়াই, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার পর দেশে পরিবর্তন এসেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। সেজন্য সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বলিনি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন। নির্বাচনে যারা জয়লাভ করবে, তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, আব্দুস সালাম পিন্টু মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারেও অনিশ্চিত জীবন কাটিয়েছেন। অংশগ্রহণ করতে পারেননি মমতাময়ী মায়ের জানাজায়। এমনই শত শত নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এদিকে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টুকে নিজ এলাকার নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। বিকেলে সংবর্ধনাস্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভূঞাপুর পৌর এলাকা।

ছালাম পিন্টু তার বক্তৃতায় বলেন, আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারব ভাবিনি। মহান আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আবার ফিরে আসতে পেরেছি। কারাগারে থাকা অবস্থায় সবসময় মৃত্যুর প্রহর গুনেছি। মনে হয়েছে এই বুঝি মৃত্যু কড়া নাড়ছে। তিনি তার কারাবাসের নির্যাতনের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাই স্কুল মাঠ। তাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন পর এক নজর দেখতে বিএনপিসহ সাধারণ মানুষের ঢল নামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X