ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

১৭ বছর পরে নিজ এলাকায় ছালাম পিন্টু

টাঙ্গাইলের ভূঞাপুরে গণসংবর্ধনায় বক্তব্য দেন আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা
টাঙ্গাইলের ভূঞাপুরে গণসংবর্ধনায় বক্তব্য দেন আব্দুস সালাম পিন্টু। ছবি : কালবেলা

১৭ বছর কারাবাসের পর নিজ এলাকা টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপ-মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুসজ্জামান দুদু। তিনি বলেন, ১৭ বছর ধরে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। এখনো লড়াই শেষ হয়ে যায়নি। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের কারাগারে গুম অবস্থায় মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে ছিল। অনেক লড়াই, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার পর দেশে পরিবর্তন এসেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। সেজন্য সবার আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বলিনি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেন। নির্বাচনে যারা জয়লাভ করবে, তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, আব্দুস সালাম পিন্টু মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারেও অনিশ্চিত জীবন কাটিয়েছেন। অংশগ্রহণ করতে পারেননি মমতাময়ী মায়ের জানাজায়। এমনই শত শত নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এদিকে দীর্ঘ প্রায় ১৭ বছর পর আব্দুস সালাম পিন্টুকে নিজ এলাকার নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। বিকেলে সংবর্ধনাস্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভূঞাপুর পৌর এলাকা।

ছালাম পিন্টু তার বক্তৃতায় বলেন, আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারব ভাবিনি। মহান আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আবার ফিরে আসতে পেরেছি। কারাগারে থাকা অবস্থায় সবসময় মৃত্যুর প্রহর গুনেছি। মনে হয়েছে এই বুঝি মৃত্যু কড়া নাড়ছে। তিনি তার কারাবাসের নির্যাতনের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাই স্কুল মাঠ। তাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন পর এক নজর দেখতে বিএনপিসহ সাধারণ মানুষের ঢল নামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

১০

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

১১

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

১২

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

১৩

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১৪

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১৫

জামায়াত প্রার্থীকে শোকজ

১৬

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১৭

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৮

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৯

ঢাকা কলেজে উত্তেজনা

২০
X