নাজমুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট)
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রপ্তানি হচ্ছে সিলেটের জারা লেবু

জারা লেবু হাতে চাষি। ছবি : কালবেলা
জারা লেবু হাতে চাষি। ছবি : কালবেলা

জারা লেবুর কদর দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে বিদেশে। সিলেটের এই লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছে জৈন্তাপুরের প্রায় ১০০ কৃষক পরিবার। রপ্তানি হওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। ফলে জারা লেবু চাষে আগ্রহ বাড়ছে জৈন্তাপুরের কৃষকের।

সিলেটের জৈন্তাপুরের আবহাওয়া সব সময়ই লেবুচাষের অনুকূল। তাই জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, হরিপুর, জৈন্তাপুর ও ফতেহপুর বাজারে অনেক আগে থেকেই লেবু কিনতে আসেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। তবে আশার কথা, এখন শুধু দেশে নয়, এসব লেবু প্রক্রিয়াজাত শেষে রপ্তানি হচ্ছে লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর, হরিপুর, বাগেরখাল, শিকারখাঁ, উৎলারপার, চিকনাগুল ইউনিয়নের উমনপুর, পানিছড়া, ঠাকুরের মাটি, নিজপাট ইউনিয়নের কালিঞ্চিবাড়িসহ বিভিন্ন অঞ্চলে টিলা শ্রেণির ভূমিতে এখন বাণিজ্যিকভাবে জারা লেবু চাষ হয়। অন্য যে কোনো ফসলের চেয়ে এই লেবুর চাষ লাভজনক। তাই জারা লেবু চাষে আগ্রহী হচ্ছে কৃষক পরিবারগুলো।

এক সময় প্রচুর জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকত। এখন ওই অনাবাদি জমিতেই চাষ হচ্ছে জারা লেবু। কলম করা চারা রোপণের দুই বছর পর ফলন আসা শুরু হয়। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ফলন পাওয়া যায় গাছগুলো থেকে। এই লেবু দেখতে অনেকটা কুমড়ার মতো। রস তেমন না থাকলেও স্বাদ খুব ভালো।

ফতেপুর ইউনিয়নের লামা শ্যামপুর গ্রামের কৃষক হাবিব আহমদ জানান, জারা লেবু চাষের জন্য আমাদের এলাকাটি খুব উপযোগী। আমি প্রায় এক একর জায়গায় এর বাগান করেছি। আমাদের দাদা-বাবা লেবু চাষ করেছেন শুধু নিজ পরিবারের জন্য। আর আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি।

ফতেপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া গ্রামের কৃষক সায়েম আহমদ দীর্ঘদিন ধরে লেবু চাষ করছেন। তিনি বলেন, কোনো ধরনের সরকারি সহায়তা পাওয়া যায় না। ভালো জাতের চারা ও প্রশিক্ষণ পাওয়া গেলে উৎপাদন আরও বাড়ত। বাজারে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইশতিয়াক আহমদ কালবেলাকে বলেন, এলাকার প্রকৃত কৃষকের মাধ্যমে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বাগান পরিচর্যায় কৃষি বিভাগ ও সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার কালবেলাকে বলেন, জৈন্তাপুরের মাটি ও আবহাওয়া টকজাতীয় ফল উৎপাদনের উপযোগী। আমরাও এ ধরনের ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের সব রকম সহায়তা দিয়ে থাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১০

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

১২

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১৩

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১৪

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১৫

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৬

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৭

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৮

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৯

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

২০
X