বরিশালের গৌরনদীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ইয়াসিন সিকদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর নানা মজিবর রহমান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০৪ মার্চ) রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইয়াসিন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে বাটাজোর এলাকার এক যুবকের সঙ্গে পিতৃহারা শিশু ইয়াসিনের মায়ের বিয়ে হয়। মঙ্গলবার রাতে নানা মজিবর রহমান নাতি ইয়াসিনকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যান। মায়ের সঙ্গে দেখা হবার আগেই বাসচাপায় শিশু ইয়াসিনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মাহেন্দ্রা থেকে নেমে নানার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী হাওলাদার নামের একটি লোকাল বাস শিশু ইয়াসিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার নানা গুরুতর আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে বাসে আগুন দেওয়ার আগেই চালক-হেলপার ও যাত্রীরা নিরাপদে নেমে যায়।
অপরদিকে রাত পৌনে নয়টার দিকে মহাসড়কের দক্ষিণ বাটাজোর এলাকায় কিংস পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে বৃদ্ধ মজিবর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই চালক-হেলপার পালিয়েছে। পৃথক দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন