সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘মব থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

পলকের বাড়িতে টানানো হয় অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার। ছবি : কালবেলা
পলকের বাড়িতে টানানো হয় অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার। ছবি : কালবেলা

নাটোরে সিংড়ায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছে সিংড়া থানা পুলিশ। এ ঘটনার পর আবার সেই ব্যানার খুলেও নিয়েছে পুলিশ।

সিংড়ায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের জন্য অন্য ভবন বা জায়গা থাকা সত্ত্বেও পলকের পরিত্যক্ত বাড়িতে প্রথমে পুলিশ ক্যাম্পের ব্যানার লাগানো ও পরে তা খুলে নেওয়ার ঘটনায় এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুইবার বাড়িতে হামলা অগ্নিসংযোগ করার পরে পোড়াবাড়িতে কেন পুলিশ ক্যাম্প। তবে পুলিশের দাবি, উত্তেজিত জনতার মব থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়েছে। ওই ভবন থেকে অস্থায়ী ক্যাম্পের ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, রাতে দুইজন যুবক সিংড়া পৌরসভার গোড়াউনপাড়াস্থ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয়তলায় দুই বারান্দার গ্রিলের সঙ্গে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। ওই ব্যানারে লেখা ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর।’

খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই দিনই সিংড়ার গোডাউনপাড়াস্থ জুনাইদ আহমেদ পলকের দুই তলা বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় খোলা পড়েছিল। পলক প্রতিমন্ত্রী থাকার সময় বাড়িটির নিচতলার একটি কক্ষ তার প্রটোকলে থাকা পুলিশ সদস্যদের বিশ্রামের জন্য বরাদ্দ ছিল। এই কক্ষকে অনেকেই পুলিশ ক্যাম্প হিসেবেই জানতেন তখন থেকে। কক্ষের বারান্দায় প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়ার জন্য পতাকা স্ট্যান্ডও ছিল।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার কিছু সময় পরে সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুজন যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যান। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন জড়ো হয়। তবে ততক্ষণে তারা কেউ সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখতে পায়নি।

বৃহস্পতিবার সকালে পলকের বাড়িতে টানানো অবস্থায় কোনো ব্যানার দেখা যায়নি। পলকের বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্পের ব্যানার লাগানো ও খুলে ফেলার ব্যাপারে বক্তব্য জানতে কথা বলার জন্য আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতাকে পাওয়া যায়নি।

তবে কয়েকজন সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানান, সিংড়ায় প্রতিদিন ডেভিল হান্ট অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ যৌথবাহিনীর হাতে আটক হচ্ছে। বৃহস্পতিবারও ৩ জন আটক হয়েছে। তাই এখানে এই মুহূর্তে সাবেক প্রতিমন্ত্রীর বাড়ি কেন, আওয়ামী লীগের হয়ে কথা বলার মতো কেউ নাই।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, আমাদের কাছে খবর ছিল মবের মাধ্যমে একদল জনতা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িটি ভাঙচুর করবে। যেহেতু ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর করা হয়েছে সেহেতু এ থেকে উদ্বুদ্ধ হয়ে সিংড়ার এই বাড়িটি ভাঙচুর করা হতে পারে। পুলিশের অস্থায়ী ক্যাম্প লেখার কারণে কেউ বাড়িটি ভাঙচুর করতে আসেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যানারটি খুলে ফেলা হয়েছে। এখন এসে দেখতে পারেন ব্যানারটি আর নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া মেমো তৈরি করে সার সংকট, অতঃপর...

চুরির আতঙ্কে এলাকাবাসী

রাজধানীতে গ্যাসের চাপ স্বাভাবিক হবে কখন, জানাল তিতাস

জুলাই হত্যাকাণ্ডের ‘পক্ষ নেওয়া’ চবির অধ্যাপক আটক

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

তালিমের নামে নারীদের নিয়ে নির্বাচনী প্রচারণা, প্রার্থীকে জরিমানা

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

চ্যাটজিপিটির লেখা শপথে বিয়ে, শেষ পর্যন্ত আদালতেই বাতিল

সকালে উঠেই পানি পান করা কতটা দরকারি

যাদের হাতে উঠল ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬’

১০

১৫ বছর ছিলাম পাকিস্তানের দালাল, এখন ভারতের : আসিফ নজরুল

১১

যে প্রতীক নিয়ে নির্বাচন করতে চান তাসনিম জারা

১২

আইপিএল থেকে বাদ মুস্তাফিজ, যা বললেন মঈন আলী

১৩

জামায়াত-এনসিপি জোটের আসন ঘোষণা দু-এক দিনের মধ্যেই : নাহিদ

১৪

সবাই সচেতন হলে স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিতে পারবে না : ড. সায়মা ফেরদৌস

১৫

‘দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না’

১৬

৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

১৭

প্রতিবন্ধী যুবককে কাঁধে তুলে পুলিশ কর্মকর্তার দৌড়

১৮

ইরানের এক শহরেই বিক্ষোভে ৮ সেনা নিহত

১৯

চায়ের স্বাদে বড় পরিবর্তন চান, মেনে চলুন এই ছোট টিপস

২০
X