কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাব পরিচয়ে প্রবাসীকে ক্রসফায়ারের হুমকি, গ্রেপ্তার ২ চাঁদাবাজ

গ্রেপ্তার দুই চাঁদাবাজ। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই চাঁদাবাজ। ছবি : কালবেলা

কুমিল্লায় র‍্যাব পরিচয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে এক প্রবাসীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে প্রবাসীর কাছ থেকে চাঁদা নিতে আসা দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় নগরীর টমছমব্রিজ এলাকার পিপলস হসপিটাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন-নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেল (৩৫) ও একই এলাকার বাসিন্দা নিরব আহমেদ রুবেল (৩৫)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

ভুক্তভোগী কাতার প্রবাসী মো. ফারুক চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলীপুর গ্রামের বাসিন্দা।

জানতে চাইলে প্রবাসী মো. ফারুক বলেন, গত ৫ মার্চ সকাল ৯টার দিকে আমার ছেলে আরাফাত হোসেন শাওনের (১০) শরীরে গরম ডাল পড়ে ঝলসে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর রাতেই আমি কাতার থেকে বাংলাদেশে আসি। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ পিপলস হসপিটালে ভর্তি করি।

তিনি আরও বলেন, দুপুর ২টার দিকে আমার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। তিনি আরাফাতের সহপাঠীর অভিভাবক পরিচয়ে আরাফাতকে দেখতে আসার কথা জানান। রাত ৯টায় ওই ব্যক্তি হাসপাতালে আসেন। এ সময় তিনি জানান, তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদ্রাসায় পড়ে। এরপর রাত ১১টায় ওই ব্যক্তিসহ চারজন হঠাৎ তাদের রুমে ঢুকে পড়েন। একপর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র‍্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন তারা।

পরিবারের সদস্যা জানান, জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরও ৫০ হাজার টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার (৮ মার্চ) পুনরায় হাসপাতালে এসে ৪ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। পর দুজনকে আটক করে ৯৯৯ এ ফোন করলে ইপিজেড ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে দুজনকে আটক করা হয়েছে। আটক জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেলের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। এ ছাড়া নিরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা আছে। চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না : খোকন

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ

আমলাতন্ত্র সংস্কারের উদ্যোগ স্তিমিত হয়ে গেছে : বিআইপি

চাকরি দিচ্ছে দারাজ, কাজ করতে পারবেন নিজ নিজ জেলায়

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু

‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি

‘সিলেটে পাথর লুটে জড়িতদের পুরো তালিকা প্রকাশ করবে প্রশাসন’

নির্ধারিত সময়ে হয়নি ওষুধের তালিকা হালনাগাদ ও মূল্য নির্ধারণ প্রতিবেদন

পরশু, তরশু নাকি আজই?

রাতে ফোন চার্জে রেখে ঘুমালে কি ফোনে আগুন লাগতে পারে?

১০

স্ত্রীর প্রতারণার ভয়ংকর বর্ণনা দিলেন শওকত

১১

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

১২

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

১৩

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

১৪

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

১৫

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

১৬

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

১৭

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

১৮

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

১৯

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

২০
X