শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘ধর্ষিতার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে’

রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ধর্ষণবিরোধী মানববন্ধন। ছবি : কালবেলা
রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ধর্ষণবিরোধী মানববন্ধন। ছবি : কালবেলা

যারা ধর্ষিতা তাদের জানাজার আগে যদি ধর্ষকের জন্য এ ব্যবস্থা করা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো নারী ধর্ষণের শিকার হবেন না বলে জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ধর্ষণবিরোধী এক মানববন্ধনে তিনি এসব বলেন।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় নগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সরকার, রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, তাদের পতন হলেও বর্তমান সরকারের ৭ মাস পার হলেও আইনশৃঙ্খলা অবনতির কারণে আগের ধারাবাহিকতায় এখনো ধর্ষণ, ডাকাতি, ছিনতাই চলমান রয়েছে। মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রশিবির রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে। এছাড়াও সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব অপকর্মের সঙ্গে জড়িত সব অপরাধীকে অতিশিগগিরই গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও জানান তারা।

এ সময় নগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিন বলেন, আমরা লজ্জিত আট বছরের শিশুকে এভাবে ধর্ষণ করে। সরকারি তথ্য মোতাবেক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে ২৬ হাজার ৬৯৫টি। ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশে শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশ হয়েও ধর্ষণের সেঞ্চুরির পর মিষ্টি বিতরণ করেছে। অন্যান্য ইসলামী রাষ্ট্রের মতো বাংলাদেশে যদি প্রকাশ্যে কংকর নিক্ষেপ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে আর কেউ এ কাজ করার সাহস পাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন একটি সমাজ চায়, যেখানে গভীর রাতে নারীরা হেঁটে যাবে কিন্তু তাদের ধর্ষণের কোনো ভয় থাকবে না। বাংলাদেশে রাতে চলাচলে জন্য কোনো ভয়-ভীতি, চিন্তা থাকবে না। সবাই নির্দ্বিধায় চলাচল করবে। শুধু আট বছরের এই শিশুর ঘটনায় সীমাবদ্ধ না থেকে এর বাইরে যত ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেকটির সুষ্ঠু বিচার করতে হবে।

মানববন্ধনে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

১০

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১১

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১২

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১৩

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৪

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৬

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৭

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৮

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৯

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

২০
X