মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সরকারীর গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. ওমর ফারুক (২৫) উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা। তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
সোমবার (২১ আগস্ট) বিকেলে থানা পুলিশ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে সাংবাদিকদের জানায়। এর আগে গত রোববার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ‘গাড়ি ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’
মন্তব্য করুন