রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণের ঘটনা টাকায় মেটানোর অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

রূপগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
রূপগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে ইব্রাহিম (৫৫) নামে কাঁচামাল ব্যবসায়ী ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে শিশুর বাবা বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী রোকেয়া বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মেহেদী ইসলাম। এর আগে, তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়াসহ কয়েকজন মিলে শিশুটির বাবা-মাকে হুমকি দিয়ে ৫ হাজার টাকায় রফাদফা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন। ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে শুঁটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিকেলে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানান।

বাড়িওয়ালা তানসেন ও তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়া ও স্থানীয় প্রভাবশালী পলিনসহ কয়েকজন মিলে বিষয়টির ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়ির সামনে বিক্ষোভ করে বাড়িটি ঘিরে রাখেন। এ সময় উত্তেজনা বাড়তে দেখে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের হয়ে পালাতে সহযোগিতা করেন। রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলীসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।

শিশুটির বাবা বলেন, আমার মেয়ের বয়স ৭ বছর। আমি দিনমজুরের কাজ করি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আমি কাজ থেকে এসে শুনতে পারি আমার ৭ বছরের মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমি এখানে ভাড়া থাকি। বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে চাপ দিয়ে ৫ হাজার টাকা দেবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমার মেয়ের সঙ্গে ঘটা ঘটনার বিচার চাই। ইব্রাহিম আমার মেয়েকে এর আগেও বেশ কয়েকবার ধর্ষণ করেছে। বলেছে যদি কাউকে এ কথা বলে তাহলে তাকে হত্যা করবে বলে হুমকি-ধামকি প্রদান করে। আমি থানায় ইব্রাহিমকে আসামি করে অভিযোগ করেছি।

এদিকে, জরুরি পরিসেবা ৯৯৯-এ কল পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলের আসেন। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জানতে তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়াকে একাধিকবার মুঠোফোন কল দিলেও ফোনটি রিসিভ হয়নি।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসতে দুই দিন সময় লাগবে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অভিযোগ দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার রাত থেকেই অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করি খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল বলেন, মেয়েটি এখনো অসুস্থ রয়েছে। ডাক্তার বলছে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে শিশুটির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঘটনাটি শোনামাত্রই পুলিশ ম্যাজিস্ট্রেটসহ আমরা অভিযান পরিচলনা করেছি। আশা করি ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে ধরতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১০

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১১

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১২

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৩

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৪

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৫

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৬

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৭

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৮

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৯

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

২০
X