শিশু শাহরিয়ার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৪ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শাহরিয়ার যশোর জেলার তেঁতুলিয়া গ্রামের মো. মামুন খানের ছেলে। তার বয়স ১২ বছর। গত ১৮ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজ হয় সে। তার পরনে ছিল জিন্স প্যান্ট আর লাল গেঞ্জি।
পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ১৯ আগস্ট থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং ৪২১৫। কেউ শাহরিয়ারের সন্ধান পেলে ০১৯১৪-৩০৫৯৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মন্তব্য করুন