রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টা মামলায় কারাগারে ব্যবসায়ী লিপি ভরসা

গ্রেপ্তার ব্যবসায়ী লিপি খান ভরসা। ছবি : কালবেলা
গ্রেপ্তার ব্যবসায়ী লিপি খান ভরসা। ছবি : কালবেলা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী লিপি খান ভরসার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাইক্রোবাসযোগে তাকে রংপুরের আদালতে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুনের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

লিপি খান ভরসা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনেছিলেন।

আদালতে তোলার সময় লিপি খান কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তার স্বামীর সৎ ভাই কামরুল ভরসা তাকে ৫ বছর থেকে যৌন নির্যাতন করছেন। তিনি ও উপকমিশনার শিবলী কায়সার মিলে তার কাছে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায় করে আসছিলেন। তাদের সঙ্গে ব্যবসায়ী অমিত বণিক ও হামিম নামে আরেকজন জড়িত।

আসামিপক্ষের আইনজীবী রাতুজ্জামান রাতুল বলেন, আসামির পক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করতে এ মামলায় ফাঁসানো হয়েছে।

এর আগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তুলেছিলেন তিনি। তার দাবি গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক পেটান। একপর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে ফেরানো হয়েছে।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি লিপি খান ভরসাকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে রংপুরে এনে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ মে : আজকের নামাজের সময়সূচি

পরমাণু অস্ত্রভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের

তৃতীয়বারের মতো লাহোরের পিএসএল শিরোপা জয়

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, আটক ১

শেষদিনে রুদ্ধশ্বাস নাটক! চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল কারা?

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের নামফলক পরিবর্তন

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

তারুণ্যের সমাবেশ সফলে গোপালগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

সরকারের কথাবার্তা-চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে : রিজভী

উচ্চগতির ব্রডব্যান্ডের সংযোগ পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

১০

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট

১১

মেহেরপুরে মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭টি বন্যপ্রাণী উদ্ধার

১২

‘বিষপান করা’ চোখ হারানো ৪ যুবকের পাশে তারেক রহমান

১৩

নরসিংদীতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

১৪

৪ অপরাধে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা

১৫

বাংলাদেশে প্রতি ৫ জনের একজন খাদ্যজনিত অসুস্থতায় ভোগে

১৬

‘নির্বাচন ডিসেম্বর না জুন এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধান চায় এবি পার্টি’ 

১৭

কিছু উপদেষ্টা নির্বাচনের কথা শুনলে ভয় পায় : আমিনুল হক

১৮

বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় গণতন্ত্র মঞ্চ

১৯

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ, বদলি খালেদ

২০
X